সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ভালোবাসার কবিতা- ভালোবাসার মহাকাব্য

 

  
গোবিন্দ মোদক 

তোমাকে দেখে ফেললাম নদীর জলে, 
তরঙ্গ সাঁতরে এসে তোমার শরীরে এঁকে দিলো 
সমূহ আঁকাবাঁকা উপত্যকা,
হিল্লোল তোমাকে কমনীয়তা দিলো, 
তোমার গ্রীবা জুড়ে বেজে উঠল অনন্ত দ্রাঘিমারেখা, 
চুলের মর্মরে বাজলো গ্রীক মহাকাব্য
আর কুমারী সিঁথিতে অস্পষ্ট হয়ে উঠলো 
সন্ধ্যার আলো-আঁধার। 
তখন তোমার পায়ের নূপুর জুড়ে একা অন্ধকার 
আর ছলাৎ ঢেউ হাওয়ার গন্ধ মেখে পাগলপারা।
তারপর সঞ্চারপথ জুড়ে ক্রমশ: সম্ভাব্য গান, 
গতিময়তার রথ আর নগ্ন বিষুবরেখা .... ।
সহসা তুমি আড়ি দেওয়ার মুদ্রা আঁকলে ,
অমনি বেজে উঠলো সা-রে-গা-মা-পা ,
আর প্রেমের মুগ্ধবোধে মুখ রেখে
আমি আবার পড়তে শুরু করলাম
ভালোবাসার আদিম মহাকাব্য

পশ্চিমবঙ্গ, কলকাতা,ভারত ।

প্রিয় পাঠক, এই কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ হয়ে থাকে যেমন ভালোবাসার কবিতা (Valobashar Kobita) প্রেমের কবিতা(Premer Kobita) জন্মদিনের কবিতা (Jonmo Diner Kobita) বৃষ্টির কবিতা(Brishtir Kobita) ভালবাসার কবিতা (Valobashar Kobita) বসন্তের কবিতা (Bosonter Kobita) ফালগুনের কবিতা (Falguner Kobita) 

লিখতে পারেন আপনিও। লেখা পাঠাতে ইমেইল করুন- chailipimagazine@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ