সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

নাজনিন নিহার জীবনী; Naznin Niha Lifestyle | বয়স | উচ্চতা

বর্তমান সময়ে বাংলা নাটকের অনতম জনপ্রিয় মুখ নাজনিন নিহা। নাজনিন নিহাকে খুব বেশি একটা কাজের মধ্যে দেখা না গেলেও তিনি বেশ আলো কেড়ে নিয়েছেন দর্শক মহলের। তাইতো নাজনিন নিহাকে এখন জাতীয় ক্রাশ বললেও ভুল হবে না। বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রীর হাসি ও চেহারার সাথে কিছুটা মিল পাওয়া যায় আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। নিহার সাথে তটিনীর সম্পর্ক কি? তারা কি আপন কিংবা সৎ বোন? নাকি আত্মীয় কোন না কোনভাবে? 

 

নাজনীন নাহার নিহা, যিনি সাধারণভাবে “নিহা” নামে পরিচিত, একজন উদীয়মান অভিনেত্রী এবং জনপ্রিয় সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব। তার জন্ম ১৫ মে, ২০০৫-এ বাংলাদেশে গাজীপুরে—যেখানে তিনি তার শৈশব কাটিয়েছেন। 


প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটক লাভ সেমিস্টার এ অভিনয় করে ছোট পর্দায় পা রেখেছিলেন এ অভিনেত্রী। নিহার' বিপরীতে সেই নাটকটিতে ছিলেন ফারহান আহমেদ জোভান। ছোট পর্দার নাটকে ইদানীং বেশ কিছু তরুণ অভিনেত্রী আলো ছড়াচ্ছেন। সে তালিকায় নতুন সংযোজন নাজনীন নাহার নিহা। স্নিগ্ধ হাসির মেয়ে। অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছেন মাত্র বছর খানেক হলো। আগে তাকে মডেল ফটোশুট কিংবা টুকটাক বিজ্ঞাপনে দেখা যেত।  নিহা এ যাবৎকালে অভিনয় করেছেন - জোভান, তৌসিফ ও মুশফিক ফারহানের সাথে। নিহার হাতে প্রচুর কাজ থাকলেও, নিহা বেছে বেছে কাজ করেন। কারণ শুরুতেই নিহা বলেছিলেন , ‘আমি খুব বেশি কাজ করতে চাই না। বেছে বেছে ভালো মানের কাজগুলোই করতে চাই। যেহেতু এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা, তাই মানসম্মত কাজ দিয়ে মানুষের আরও ভালোবাসা অর্জন করতে চাই।’

 

তানজিম সাইয়্যারা তটিনী ও নাজনিন নিহা কি দুই বোন?  

 

নাটকের পাশাপাশি নিহা মডেলিং এও বেশ আলো ছড়িয়েছেন। সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল এর ওরে জান গানটিতে অভিনয় করেছেন তিনি।  শোবিজ অঙ্গনে নিহার যাত্রা শুরু হলো কিভাবে সে প্রশ্ন জানতে চাইলে নিহা বলেন, ২০২০ সালে ফটোশুটের মাধ্যমে শোবিজে আমার যাত্রা শুরু। তিনটি ফটোশুটের পর এসএসসি পরীক্ষা দিই। পরে আলোকচিত্রী রফিকুল ইসলাম রাফ ভাইয়া আমার পোর্টফোলিও করেন। নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার কাজ করি। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র করি, ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট করি।


বাংলা নাটকের জনপ্রিয় ক্রাশ তানজিম সাইয়্যারা তটিনী। তটিনীর সাথেও চেহারায় ক্ষাণিকটা মিল আছে নাজনিন নিহার। এ সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক মানুষই আলাদা। কিন্তু কিছু কিছু সময় আমাদের কিছু বিষয় মিলে যায়। প্রথমবার তটিনী আপুর ছবি দেখে মনে হয়েছিল, আপুর হাসির সঙ্গে আমার হাসির একটু মিল আছে। অনেকেই এটা বলেন। তটিনী আপুকে আমার খুব ভালো লাগে, তিনি অনেক সুন্দর।


বর্তমান সময়ে আলোচিত এই অভিনেত্রীর সেরা কিছু নাটক সম্পর্কে জানা যাক। 

লাভ সেমিস্টার 

 

এই নাটকের পরিচালনায় ছিলেন প্রবীর রায়চৌধুরী। নাটকটিতে নিহার বিপরীতে অভিনয় করেছেন ক্রাশ বয় ফারহান আহমেদ জোভান। নাটকটি ইউটিউবে ১৭ মিলিয়ন ভিউ হয়েছে। 


হৃদয়ে হৃদয়

হৃদয়ে হৃদয় নাটকটি পরিচালনা করেছেন ভালোবাসার গল্পকথক নামে খ্যাত মিজানুর রহমান আরিয়ান। এই নাটকটিতেও নিহা'র বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। এই নাটকটিতে ইউটিউবে ১২ মিলিয়ন ভিউজ হয়েছে। 


অনুরাগ

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের নাটক অনুরাগে অভিনয় করেছেন নাজনিন নিহা, এই নাটকটিতে নিহার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। 


মাই ডিয়ার লিডার 

মাই ডিয়ার নাটকটিতে নিহার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। নাটকটি পরিচালনা করেছেন মিফতা আনান। নাটকটি ইতিমধ্যে ২২ মিলিয়ন ভিউজ অর্জন করেছে ইউটিউব থেকে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ