সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আহাদ বিন আসলাম এর দুটি কবিতা

 



আহাদ বিন আসলাম

কথা ছিলো

 


অথচ কথা ছিলো এই বসন্তটা অন্যরকম হবে,

কথা ছিলো-

এই বসন্তে গল্পের পাতায় পাতায় রঙের পরিবর্তন হবে,

কথা ছিলো -

শহরজোড়ার কাব্যে লিখা হবে এক আস্ত উপন্যাস-

যার শেষপাতা বলতে আদৌ কিছু থাকবে না;

সেখানে প্রতি পাতা লিখার পর লিখা থাকবে 'চলমান'


কথা ছিলো-

এই বসন্তে আমরা একদিন হাতে চা নিয়ে

বসন্তস্নান করবো,

ঢাকার ব্যস্ত ফুটপাতে আমাদের চলাচল

নির্বিঘ্ন না হলেও হবে পরিতৃপ্ততার প্রতিফলন।


কথা ছিলো -

বসন্তের যে দুই একবার বৃষ্টি হয়;

তাতে আমরা কদম খুঁজতে বের হবো; 

জানি কোথাও কদম নেই,

তবুও চষে বেড়াবো শহরের কানাগলি।


কথা ছিলো -

এই বসন্তে একটা ঘাষের গাছ লাগাবো;

সেই গাছে যখন ফুল ফুটবে

সেই ফুল দিয়ে বসন্তের গানে রঙ ছোয়াবো'

হুটহাট যেন কেউ মারিয়ে না দেয় তার জন্য

যত্ন করে আগলে রাখবো গাছটাকে!


কথা ছিলো-

এই বসন্তে চাঁদের সাথে অনেক গল্প হবে,

সেই গল্পে তুমি থাকবে, সেই গল্পে আমরা থাকবো।

কিংবা কে জানে,

সেই গল্পে হয়তো তুমিই আমার 'চাঁদ' !


কথা ছিলো-

এই বসন্তে বাঁধ ভেঙে দিবো,

যত তীব্র হাহাকার আর না পাওয়া,

যত সংকীর্ণতা আর দো'মনা হওয়া-

সবকিছুকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবো,

সামনের পথের প্রতিটা পদক্ষেপে 

গেয়ে যাবো আমাদেরই গান।


কথা ছিলো-

এই বসন্তে 'জীবনের উৎসবে মাতোয়ারা প্রাণ' 

মন্ত্রটাকে সঙ্গী করে সামনে এগিয়ে যাবো !


কথা ছিলো-

এই বসন্তে...



 

৩১৩ দিন


তোমার সাথে আমার দূরত্বটা ছিলো ঠিক ৩১৩ দিনের-

কি অবলীলায় আজ বলে ফেলছি,

অথচ একবার যদি দেখি ফিরে-

সংখ্যাটা কত বিশাল "৩১৩";

এখনো আমি পেছন ফিরে তাকালে -

সেই ৩১৩ দিনের প্রতিটা মুহুর্তকে 

হৃদয়ে অনুভব করতে পারি,

আমার হৃদয়ে বেড়ে যায় রক্ত চলাচল,

কেঁপে ঊঠে আমার নিচের ঠোট আর 

চোখের উপরের পাতা!

আমি মনে করতে পারি-

কি অসহ্য তুমিহীনতা নিয়ে

নিঃশ্বাস নিয়েছি আমি,

কি অবারিত দম বন্ধ হওয়া অনুভূতিকে

আড়াল করেছি সবার সামনে।

অথচ রাত্রিগুলো ছিলো একান্তই আমার

সেখানে ছিলো তোমার নিরন্তর আনাগোনা -

সেখানে আমার কি নিদারুন হাহাকার,

আমার সেই রাত্রিগুলো কি স্তব্ধতায়ই না কেটে গেছে।

৩১৩ দিন ! ভাবতে পারো?

কি অদ্ভুত মায়ায় তখন আঁকড়ে ধরেছিলাম

অন্তর্জালের দুনিয়াটাকে-

এধার থেকে ওধার দাপিয়ে বেড়িয়েছি,

কি যেন খুঁজে বেরিয়েছি নিজের কাছে লুকিয়েই-

যেন নিজেকেও জানতে দিবো না

ঠিক কি খুজেছিলাম আমি-

যেন নিজের সাথেই আমি খেলবো

ভুলভুলাইয়ার কানামাছি খেলা!

৩১৩ দিন! ভাবতে পারো?

অথচ আমাদের কিছুই হয়নি-

কিছু অভিযোগ আর সামান্য অভিমান-

আঁকড়ে ধরে আমরা হারিয়েছি 

৩১৩ টা দিন!

যেই দিনগুলো হতে পারতো "আমাদের"-

কিন্তু হয়ে রয়েছে "আমার" কিংবা "তোমার"

৩১৩ দিন! ভাবতে পারো?

গুণে গুণে দুইটা বর্ষা , দেড়টা শীত আর

একটা বসন্ত গিয়েছে এই সময়ে-

তোমাকে বলতে পারি নি-

বৃষ্টির ঘ্রাণের কথা,

বলা হয়নি ফুলের সুরের কথাটাও-

খড়তাপের নৃত্যও সীমাবদ্ধ ছিলো

আমার একার রাতগুলিতে।

৩১৩ দিন! ভাবতে পারো? ভাবতে পারো?





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ