সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

মা'কে নিয়ে লেখা কবিতা

রঞ্জনা বসু

 

জীবনের পটে ভাসে

শুচীশুভ্র প্রশান্ত ছবি,

নরম মনের কোণে

যেই এসে ছোঁয়, ভেসে ওঠে পরিচয়।

 

মা ডাকে শান্তি নামে

ভুলে থাকি ভয়।

 

অবুঝ চোখের জলে

আসি ফিরে বারেবারে

 এ মায়ের কোলে,

 

 চিরচেনা মা আমার

 দু'হাত উজাড় করে দিয়ে গেলে যত

কতটুকু দিতে পারি তোমার মতো?

 

এবার জিড়িয়ে নাও

বার্ধক্য ঋতুর গায়ে মাথা উঁচু করে

জানি, তোমার আঁচল আকাশ হবে

আমাদের মাথার ওপরে,

 

মনে হয় আজ নয়,যুগ যুগ ধরে

সেই আদি রুপকার গড়েছিল যারে

তুমি সেই নারী, সন্তান বুকে নিয়ে 

আদর মাখিয়ে বলো,মা হয়েছি আমি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ