ফারিহা ফারজানা অরণী
মরে যেতে যেতে ফিরে তাকিয়ে-
অপলক, অপার্থিব এক জোছনা,
সমস্ত জলে ভেসে যাওয়া গৌড় রঙ।
মরে যাব ভেবে অবসন্ন শরীরে,
শুনি সহস্র তোতার ডাক-
কোন বনফুলের তীব্র ঘ্রাণ।
বিষাদ রঙা মেঘ আর ছাই তার বর্ণ,
মনের ভেতর যে আঁচর কাটা তার রূপ
দূর থেকে ভেসে আসা করুণ সুরে বাঁশি-
হৃদয় ভেদ করে যায়, একবার, বার বার।
চোখ বন্ধ করে অনন্ত আঁধার
কালো, হতাশার কালো, বিষাদের কালো,
মৃত্যুও কি এমন কালো?
সেই অন্ধকারে তারা দেখি,
জ্বলজ্বল করে মহাকাশে মরিচীকা
অসীম দূরত্ব আর নীহারিকা।
ফার্মেসি অনুষদ, চতুর্থ বর্ষ
ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক
0 মন্তব্যসমূহ