সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

নারী দিবসের কবিতা- ঘরবসত

  


ডঃ গৌতম সরকার


যদি তোমায় জিতে নিতে পারি কয়েক শতাব্দী ধরে…..

আকাশের ধ্রুবতারা পেড়ে দেব তোমায়

বৈঠক খানায় সাজিয়ে রেখ

সারাদিন ধরে তোমাকে পাহারা দেবে৷


যদি একটা নদী বইয়ে দিতে পারি

তোমার ঘন চুলের বন্যায়...

স্নান ঘরে ধরে রেখ সেই চঞ্চলাকে

মৎসকন্যা সন্তরণে কাটুক সারাবেলা।


যদি আকাশকে ডেকে আনি তোমার শোবার ঘরে

নকশী কাঁথা বিছানায় শুয়ে

বেঁধে রেখ তাকে মশারির ঘেরাটোপে

মিষ্টি স্বপ্নে অপেক্ষায় থেক আমার ফেরার---


আর একটা পাহাড় যদি..…কিন্তু পাহাড় তো অচল

সময়, নদী, আকাশ উড়তে উড়তে….. ডানায় ভাসতে ভাসতে....

তাহলে চল আমরা পাহাড়ের কাছে যাই,

নদীর কাছে ভালোবাসা শিখি, আকাশের কাছে স্তব, 

আর সময়ের বন্ধুতার হাত ধরে পাহাড়কন্দরে 

কুঁড়েঘর বাঁধি, ঘরকন্না করি, 

ভেসে যাই.....ভাসিয়ে দিই

উপত্যকা, তরাই,….মালভূমি৷

                   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ