সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

অনুবাদ গল্প- ঘরোয়া - Domestic

  


মূল গল্প: বেলিন্ডা রিমার 

অনুবাদ: লুনা রাহনুমা


বেলিন্ডা একজন মনোরোগ নার্স, প্রভাষক এবং সৃজনশীল আর্টস প্র্যাকটিশনার হিসাবে কাজ করেছেন। তাঁর কবিতা ম্যাগাজিনে, অন-লাইন জার্নালগুলিতে এবং এনথোলজিতে প্রকাশিত হয়। ২০১৭ সালে, তার একটি কবিতাকে ফিল্মে পরিণত করে পোয়েট্রি মোশন কম্পিটিশনে পুরস্কার জিতেছেন। ২০২১ সালে এপ্রিল মাসে, তিনি চেল্টেনহাম কবিতা উত্সবে গিল ম্যাকইভয়কে সমর্থন করেছিলেন এবং অ্যাম্বিট কবিতা প্রতিযোগিতায় তার কবিতা দ্বিতীয় স্থান লাভ করে।


পায়ে যে সমস্যা আছে সারার মতো না, সেটা সারবে না। এমন এক সময় ছিল যখন আমি সারারাত ধরে নাচতে পারতাম নাচের মুদ্রার বিন্দুমাত্র ভুল না করে। আমি একটি হাই-ফানডাঙ্গো, পাইরয়েট এবং সমস্ত ঘর ঘুরে স্প্লিট জাম্পস করতে পারতাম। কিন্তু এখন আর পারিনা। জীবন আপনাকে মাঝেমধ্যে অন্যদিকে নাড়া দিয়ে যেতে পারে। যখন আপনি বরং সনেট লিখতে চান, তখন কোন একটি কড়া স্কুলে অংকের মাস্টার আপনাকে অঙ্ক কষতে বাধ্য করতে পারে, আর সেই অংকের ভেতর থাকে গণনা করার মতো জটিল বিষয়।


লোকেরা, এবং লোকেদের বলতে আমি চিকিৎসকদের কথা বলছি, তারা রোগের নিরাময় বা রোগ হবার কারণটি খুঁজে পায় না কোনভাবেই। তাদের সব প্রচেষ্টা ধীরে ধীরে শেষ হয়ে আসছিলো। হাসপাতালে ওষুধের থেরাপি, নতুন নতুন ক্রিম লাগিয়ে দেখা, ঘন্টার পর ঘন্টা ধরে পরামর্শ কক্ষে কনস্যালেন্টদের মিটিং করে যাওয়া। আমি তাদের হতাশার কষ্ট অনুভব করতে পারি, সত্যিই পারি।


জেরাল্ড নামে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছি আমি অনেকদিন ধরে। আমরা একে অপরকে আমাদের প্রথম নাম ধরে ডাকি। জেরাল্ডের শরীরটি প্রায় সম্পূর্ণ গোল, একটি ব্যারেলের মতো। অনেকটা আপনি পাবে গেলে যেমন দেখতে পান, যেটাকে টেবিল মনে করে ভুল করেন।


যেহেতু আমার রোগটা একটু জটিল তাই আমি সপ্তাহে দু`বার করে যাই তার কাছে। সপ্তাহগুলি বছরে পরিণত হয়েছে - সপ্তাহে তিনবার করে যেতে পারলে ভালো হতো। তিনি মনে করেন আমার পায়ে ব্যথার যে মহাসাগর বইছে, তার সাথে আমার শৈশবের কোনও সম্পর্ক নেই। যদিও  ওডিপাল নামক সমস্যাগুলি আমরা নিয়মিতভাবে বলে থাকি। আজ সকালে জেরাল্ড আমাকে জিজ্ঞাসা করলেন, 'যদি তোমার পা তোমাকে নিয়ে যেতে পারতো তবে তুমি কোথায় যেতে?'


আমার টেনেরিফের কথা মনে হয়েছিল। কিন্তু আমি যদি ভ্রমণের জন্য এই পৃথিবীতে একটিমাত্র জায়গাকে বেছে নিতে যাই তবে সেটা টেনেরিফ হবেনা। তাই আমি বলতে যাচ্ছিলাম, বাটলিন্স। জেরাল্ডের মনে হয় বাটলিন্সে কষ্টের দিনের স্মৃতি আছে, তার শৈশবের অসংখ্য দুঃখের স্মৃতি। তাই বাটলিন্স শব্দটি উচ্চারণ না করে আমি বরং আমার কোটের বোতামগুলি নাড়াচাড়া করছিলাম।

হাসপাতালে আমার স্বামী যখন আমাকে নিতে আসলো, তখন আমি কাঁদছিলাম। আমার স্বামী সাধারণত আমাকে নিতে আসেনা। আজ এখানকার কেউ, সম্ভবত রিসেপশনিস্ট, নিশ্চয়ই ওকে ফোন করেছিলো। আমার স্বামী আমার কাঁধে তার একটি স্যাঁতসেঁতে হাত রাখলো, সেই হাতে আমার কাঁধে তিনি আমাকে ছোট্ট অথচ তীব্র একটি ঝাঁকুনি দিলো - একটি সতর্কীকরণ হুমকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ