সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- অমল জীবন

 



জীবনের প্রতিটি মুহুর্তেরই

কিছু আনুষঙ্গিক গন্ধ  থাকে। 

এর সুন্দরতা শুধু কী অতীতে? 


শুরুটা হয়েছিল মধুরেণ, 

তারস্বরে চিৎকারের মুখে -

এক ফোটা মধু। 

ধীরেধীরে সেই জলছবি ভরে উঠে

তেতো, কটু,ঝাল, টক নানান রকম রঙে।


মাঝে মাঝে জীবনের প্রোগ্রেস রিপোর্ট 

হাতে নিয়ে চমকে উঠি......

আরে, এ যে দেখি গর্ভে বিনষ্ট

সব ইচ্ছেরাশির ক্রমিক সমাহার।


আবার তাকাই, কই?

ঐ যে কিছু  বড় জিতও আছে ঠিক!

এভাবেই যা হতে চেয়েছিলাম, 

যা করতে পারিনি,

যা কিছু পাথর চাপা দেয়া ছিলো,

তার নীচে থেকে বেড়ে উঠে.....

ঐ তো আমার অমল, নবীন চারা।

জীবনের প্রতিটি মুহুর্তেরই

কিছু আনুষঙ্গিক গন্ধ  থাকে। 

এর সুন্দরতা শুধু কী অতীতে? 


শুরুটা হয়েছিল মধুরেণ, 

তারস্বরে চিৎকারের মুখে -

এক ফোটা মধু। 

ধীরেধীরে সেই জলছবি ভরে উঠে

তেতো, কটু,ঝাল, টক নানান রকম রঙে।


মাঝে মাঝে জীবনের প্রোগ্রেস রিপোর্ট 

হাতে নিয়ে চমকে উঠি......

আরে, এ যে দেখি গর্ভে বিনষ্ট

সব ইচ্ছেরাশির ক্রমিক সমাহার।


আবার তাকাই, কই?

ঐ যে কিছু  বড় জিতও আছে ঠিক!

এভাবেই যা হতে চেয়েছিলাম, 

যা করতে পারিনি,

যা কিছু পাথর চাপা দেয়া ছিলো,

তার নীচে থেকে বেড়ে উঠে.....

ঐ তো আমার অমল, নবীন চারা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ