সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ভালোবাসি বলে



দিপংকর ইমন

 ভালোবাসি বলে 

আমরা কি ভাসি নি জলে?
অর্ধেক জিবন পিপাসায় কেঁটে ছিল
মরুভূমি পথ, 
পথের শেষে দাঁড়িয়ে ছিলে তুমি।
তোমাকে পাজরে বেধে
দিয়েছিলাম অন্তহীন ডুব সাতার
এক পৃথিবী দম ফুরিয়ে গেলে
ভেসে উঠলাম জলের বুক চিঁড়ে।
তারপর চোখে এলো নদী
পাজরে রক্ত বান
এ নদী তে ভাসে নি কোন পুরুষ?
রক্তাক্ত পাজরে হয়নি কে মহীয়ান?
 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ