মহীতোষ গায়েন
নীল আসমানের খুব অভিমান,গোলাপি
আসে,সুবাস ছড়ায় কিন্ত পল্লবিত হয় না,
গোলাপি আসে অতন্ত সন্তর্পণে,সে সতর্ক
হয়,এই বুঝি খোয়া যায় শূচিস্নিগ্ধ যৌবন।
বহু দিন অতিক্রান্ত,গোলাপি আসে না
এই পথে,এ-বাসন্তী পথে আছে পরিপূর্ণ
মাধুর্য অথচ আস্বাদনের কেউ নেই,কেউ
আসে না বাসন্তী ভালোবাসা নিতে নির্জনে।
নীল আসমানের বিকেল এখনও স্বপ্নকুসুম,
স্বপ্নিল রাত শেষে শিয়রের উন্মুক্ত জানলা
দিয়ে উঁকি দেয় ভোরের ফুল,দিন যায়,রাত
আসে,গোলাপি একা আসে না আসমানে।
হৃদয়ের পূঞ্জীভূত আকাঙ্ক্ষা নিয়ে অনেক
সংগ্রাম আর বেদনার গ্লানি সরিয়ে গোলাপি
প্রতিষ্ঠা করেছে নিজেকে,সে স্বার্থপর দুনিয়ার
যাবতীয় হাতছানি ঠেলে আত্মনির্ভর হয়েছে।
হৃদি-বসন্তের যাবতীয় কামনা বাসনা,আশা
ভালোবাসা অবদমিত করে গোলাপির প্রেম,
প্রেমের প্রথম পরশ নীল আসমানের সাথে,
আসমান বোঝেনি,বোঝার চেষ্টাও করেনি।
বসন্তের গাছে গাছে হিল্লোল,শিমুল পলাশে
রক্তরাগ,নীল আসমানের অতৃপ্ত মানসপটে
ভাস্বরিত বাসন্তী ভালোবাসা,পবিত্র আকর্ষণ,
আহত হৃদয় নিঃসৃত গানে গোলাপির প্রেম।
প্রিয় পাঠক, এই কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ হয়ে থাকে যেমন ভালোবাসার কবিতা (Valobashar Kobita) প্রেমের কবিতা(Premer Kobita) জন্মদিনের কবিতা (Jonmo Diner Kobita) বৃষ্টির কবিতা(Brishtir Kobita) ভালবাসার কবিতা (Valobashar Kobita) বসন্তের কবিতা (Bosonter Kobita) ফালগুনের কবিতা (Falguner Kobita)
লিখতে পারেন আপনিও। লেখা পাঠাতে ইমেইল করুন- chailipimagazine@gmail.com
0 মন্তব্যসমূহ