সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- ভগ্নস্তূপের এক পাশে

     


 সবুজ মাহমুদ 

হঠাৎ মাঝ রাতে ঘুম ভাঙতেই দেখি -আমার 
এক পাশে বুনো শিয়াল নাক ডেকে ঘুমাচ্ছে! 
আমি ভয়ে চিৎকার করতে চাইলাম 
                 কিন্তু চিৎকার করলাম না লজ্জায়, 
বরঞ্চ অট্টহাসি হাসা যাক -তাই করলাম 
আমার তো আর বয়স বার-তোর নাই যে,
                   ভয়ে "মা-মা" বলে চিৎকার করব! 
চিতকার করেও লাভ নেই,-কেউ শুনবে না 
কারণ,দুমড়ে-মুচড়ে ভেঙে পড়া 
         দেয়াল বিহীন ভগ্নস্তূপে আমার বসবাস। 
পূর্ণিমা রাতে মিষ্টি চাঁদোয়ার
               সংস্পর্শে আমার বিনিদ্র রাত কাটে! 
অনেকেই এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলে  
                           তাই এখানে কেউ আসে না। 
সুদীর্ঘ ত্রিশ বছর অবধি আমি একা, 
শুধু প্রিয়ার স্মৃতির মলাটে 
                               অবরুদ্ধ হয়ে বেঁচে আছি!
মনেই ছিল না যে, আমি ভগ্নস্তূপে 
                                  জীর্ণ শরীর পড়ে আছি। 
আজও স্মৃতির দোলনায় বসে বসন্তকে ডাকি!!

   
 সাভার, ঢাকা      
   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ