গোবিন্দলাল হালদার
তোমার মুখের ছবি কিনে নিয়ে রেখে দিয়েছি আমারই মনের রঙিন দেয়ালে।
সযতনের কোনো অভাব রাখিনি আমি।
প্রতিদিন দেখতে দেখতে লিওনার্দো হয়ে গেছি।কথা বলি স্বগোক্তির উচ্চারণে।
প্রতিদিন রাতের সোহাগ কুড়িয়ে নিয়ে ভাবনায়-
এঁকে যাই তোমার পেলব শ্রীমুখের আঙিনার সৌকর্য।
আর অনুভূতির বলপেনে লিখে যাই প্রার্থনার পুঙক্তিমালা।
প্রতিদিন দূরত্বের হাতে ছুঁয়ে ছুঁয়ে অবোধ মন উতালা ঢেউয়ে নেচে ওঠে।
তোমার মনের কোণে অবনত বিনয়ে সান্নিধ্যের কল্পনা গানে যোগ শব্দের শব্দার্থ খুঁজে বেড়ায়।
হায় বিচলিত মন অনুক্ষণেও ডুবে যায় সহচর্যের সৌরভ গন্ধে।
প্রতিদিন স্পন্দনের মূদ্রায় —নিঃশ্বাসে নিঃশ্বাসে একই
চিন্তার বুদবুদে মগ্ন মন জৈবিকতার উলম্ফন ভুলে গিয়ে শুধু এবং শুধু এক উচ্চারণের ঢেকুরে গেয়ে যায় তুমি কোথায় ছবি চন্দ্রের মানসী।
চরপাড়া,বেড়া,পাবনা
0 মন্তব্যসমূহ