সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- ঘর

 



অমিত মজুমদার 

আর কিছুটা নীল হয়ে যাক আকাশ 
যত্ন করে সেই ছবি আঁকবই
দু'জন এখন অন্য পাড়ায় থাকি 
কাল অবশ্য এক সাথে থাকবোই 

থাকার জন্য আনেক মানুষ, তবে 
তোমার বুকে একটা মাত্র ঘর 
ওখান থেকে কে ওঠাবে বলো ? 
ওইখানেই যে নিত্য চরাচর 

চরের মধ্যে ছোট্ট সূর্য ঘড়ি 
ছায়ার ভেতর দেখা হবার ক্ষণ
তোমায় একটু কাছে পাবার আশায় 
বালির রঙে উপোস করে মন 

মন বলেছে একটু হাওয়া দিলেই
আকাশ হবে তুলির টানে নীল
ফুঁ দাও দেখি জলের স্রোতে কেমন 
কাঁপতে থাকে থমকে যাওয়া ঝিল 

স্রোতের ওপর আদর লেখা স্বরে 
সাঁতার কাটে বুকের উপবাস 
পালক ধোয়া ছিন্নমূলের ভাষায় 
জলে নামছে বিষণ্ণ রাজহাঁস

ঝিলের জলে তোমার আমার ছায়া 
দুলতে দুলতে স্থির হবে একদিন 
সেদিন আমরা ঘর কুড়িয়ে নেবো 
শোধ করে সব নীল আকাশের ঋণ । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ