সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা : শূন্যতা

 


অর্পিতা রায় চৌধুরী


ফুটপাথের শূন্য বুক গুলো দেখলে বুঝতে পারবে

পেটের খিদেটাই আসল সত্য বাকি সবটাই মিথ্যে!

সদ্যোজাতের মুখে দু ফোটা দুধ ঢেলে দিতে ব্যার্থ

ওই মায়েদের গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবে 

মনে মনে সেও হয়তো সন্তানের মৃত্যু কামনা করে!


অবশ্য আমার নামটাও ভণ্ডদের তালিকায় উজ্জ্বল 

দু চার কবিতা লিখে পেট পুরে গিলে ঘুমাই নিশ্চিন্তে


হে শূন্য বুক!

তুমি দারিদ্রতার নির্যাতনে হবে বিলুপ্ত নীরবে

আর আমি কাব্য লিখে যাবো তোমাকে নিয়ে 


কবিতার বই বেরিয়ে বিক্রি হবে...

আমি রেস্তোরাঁয় যাবো আনন্দে...

সন্তানের খিদের ওপর পড়বে দু ফোটা অশ্রুজল।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ