সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

গ্রাম নিয়ে কবিতা - আমার গ্রাম

 


ডঃ গৌতম সরকার


কাশ যেথা সামিয়ানা  

 দিগন্ত শেষে মেশে

    সবুজ মোহর কুঞ্জবনে    

রঙিন ফুলের দেশে

নদীর বুকে মাঝির গান  

 জোয়ার ভাটা চলে

    মাঠের পরে চাষির ঘাম  

 ফসল হয়ে ফলে

সেইটি আমার গ্রাম,      

আমার স্বপ্নপুরী

হৃদয় দিয়ে বাঁধা সে যে,  

স্বপ্ন দিয়ে ঘিরি।

 

বাতাস যেথা ফিসফিসিয়ে  

 মনের কথা বলে

   পাখির ডাকে স্বপ্ন ভাঙে 

    ফুলের দলে দলে

মাটি যেথা মায়ের সোহাগ 

  বৃষ্টি যেথায় স্নেহ

   মনের মাঝে প্রেমের শিখা 

  হাত বাড়ালে কেহ

সেই যে আমার গ্রাম,    

আমার স্বপ্নপুরী

জীবন দিয়ে ঘেরা সে যে   

মাতাল টানে ফিরি।

 

দিনগুলি যায় হাওয়ায় ভেসে   

 রাত্রি নামে ঘোর

      উথাল পাতাল মনের মাঝে  

 স্বপ্ন হাসি ডোর

সুখ স্বপ্ন জাল বোনে ওই 

একতারাটির সুরে

      শুকতারাটি মুখটি লুকোয়  

  সন্ধ্যাকাশের ভিড়ে

সেইটি আমার গ্রাম,     

 আমার স্বপ্নপুরী

    মনসায়রের দিগ্বিদিকে    

 ডাক দিয়ে যায় ফিরি।

 

মায়ের আদর বাপের স্নেহ    

ভাইবোনেদের ভিড়ে

         পাড়াপড়শি দাদা কাকা  

   স্নেহ শাসন জুড়ে

মানুষ যেথায় ছুটে চলে    

  মন মানুষের পানে

      জীবন যেথা গড়িয়ে চলে   

 জীব-জীবিকার টানে

সেই যে আমার গ্রাম,    

 আমার স্বপ্নপুরী

    ভালোবাসার সুরে বাঁধা   

 হৃদয় ধানসিঁড়ি ৷৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ