অনঞ্জন চট্টোপাধ্যায়
শুধু শব্দমত্ত বেঁচে থাকাই যখন নিয়ম, একদিন
মাঝরাতে দুর্দান্ত বৃষ্টি নামলো, বিশেষ সতর্কতা ছাড়াই;
মেঘ হয়তো জমেছি্ল,সন্ধ্যের অধরে, চাঁদের আহ্বানে,
মেঘের তো গন্ধ ছিলনা, ঝুপঝুপিয়ে এল নিবিড় রাত,
জলের ঝাপটা, খোলা জানলা, মুহূর্তে ভরা ব্যগ্র অনুভূতি।
শুধু শব্দমত্ত বেঁচে থাকাই যখন নিয়ম, একদিন
মাঝরাতে দুর্দান্ত বৃষ্টি নামলো, শব্দের গভীর মুহূর্তরা;
মনে হয় সম্বিত ফিরলেই মুহূর্তরা পিছলে যাবে,
হারিয়ে যাবে বৃষ্টির সিম্ফনি, অপার্থিব রাত্রি-ঝমঝম,
পড়ে পাওয়া এই বৃষ্টিখানি আমার পরম আদরের।
সে আশ্চর্য রাতে আমি ঋণী হলাম- শব্দের নির্জনতার,
যদিও জানি একটি রাতেই ধুয়ে যায়না সকল গ্লানি,
তবু এই বৃষ্টির মুহূর্তেরা আমায় আদরে ভাসায়;
শুধু শব্দমত্ত বেঁচে থাকাই যখন নিয়ম, একদিন
মাঝরাতে দুর্দান্ত বৃষ্টি নামলো, বেদনা-মদির বর্ষণ।
0 মন্তব্যসমূহ