সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

বসন্তের অভিঘাত

 


 

অনঞ্জন চট্টোপাধ্যায়

 

বিষণ্ণ আগুন তুলে নিয়ে

বসন্তের বিরামহীন রঙের তাণ্ডব

অনুভূতি নিয়ে খেলা করে,

অভিঘাতের এ কী তরল অবয়ব! 

এমনকী প্রেম মরে গেলেও

সীমাহীন স্বপ্নে গানের পাখিটা ডাকে

অরুণ আকাশে মুখ তুলে

ক্ষুব্ধ বসন্তের এলোকেশী প্রতিশোধে,

মৃত প্রেমের শরীরটা কাঁপে

একটু একটু করে, শরীর থেকে সব বিষ

শুষে নিয়ে ঋতুরাজ নীল,

কাঁপা কাঁপা শরীরে প্রেম নিঃশব্দে ঝরে!             

 

 

 

  

 ডি-৩৮,১৭৯ শান্তিপল্লী, কসবা,কলকাতা-৭০০১০৭

 

 

Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ