সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

বসন্তের দুটি কবিতা - সাহেব মণ্ডল

 


বসন্ত বিলাপ

 
তোমার জন্য বারান্দাতে এসে,
ভিজতে থাকি অকাল-বরিষণে।
ভীষণ জ্বরের খবর তুমি শুনে,
যখন আমায় শাসন করো ফোনে...
আপ্লুত হই আনন্দে আদরে,
মনময়ূরী নাচে তোমার স্বরে।

বসন্তে আজ হলুদ পাতার চিঠি 
ছড়িয়ে আমার ক্লান্ত-উঠোন জুড়ে।
বড্ড লাগে একলা.. এলোমেলো!
আঁকড়ে ধরে বলতে ইচ্ছে করে―
তোমায় ছাড়া মন লাগে না ঘরে।

আর কত কাল থাকবে দূরে সরে?
বিষন্নতা পুড়ছে ভিতর ঘরে,
স্পর্শ দিয়ে হর্ষ জাগাও প্রিয়!
পত্রহীনায় জাগুক নতুন কুঁড়ি,
পলাশ ফুটুক ভিতরে-বাহিরে।
রঙ ছুঁয়ে যাক ফাগুনে, অন্তরে।


 
অভিসার
 

গ্রীষ্ম আমার পুড়েছে পথ চেয়ে,
বর্ষা গেছে শ্রাবণ-ধারায় ভেসে।
কাশের বনে শরৎ এলো ধেয়ে,
রাঙলো না মন সিঁদুর খেলায়.. হেসে।

হেমন্ত শেষ আনমনে.. মেঘ দেখে,
মন ভেঙেছ ভীষণ বদ-অভ্যাসে।
শীত ফুরালো মাফলারে মুখ ঢেকে,
তবুও তোমার মুখ আঁকি ক্যানভাসে।

বসন্তে আজ শিমুল, পলাশ ফোটে,
স্বর ফুটেছে কোকিল পাখির ঠোঁটে।
এখন ওদের মিলন-মধুমাসে...
আমারও মন তোমার পানে ছোটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ