সাইফুল ইসলাম মুহাম্মদ
বসন্ত যে এলো ধরায়
কোকিল ডাকে গাছে
প্রকৃতি তাই ব্যস্ত আছে
নানান রকম সাঁজে।
পাড়ার সকল ছেলে মেয়ে
খেলছে নানান খেলা
বসন্তেরই আগমনে
ভাসায় সখের ভেলা।
নব বধূ পথ চেয়ে রয়
এলে স্বামী বাড়ি
বাপের বাড়ি যাব আমি
পড়ে নতুন শাড়ি।
সাতবাড়িয়া, বানারীপাড়া, বরিশাল।
মোবাইল ঃ ০১৭২১৪৪৯২৬৩
0 মন্তব্যসমূহ