তোমার দীঘল চোখে কষ্টের বাঁক।
অতোটা বারুদ নিয়ে পায়ে পায়ে হাঁটা!
দৃষ্টি ফেরালে দাবানল
অথবা নদী বয়ে যাবে.......
আগুন তোমাকে পোড়াতে পারেনি
নদী ডুবিয়ে মারবে বলে অপেক্ষায় ছিল
জল, আগুনের কোনোটাই তুমি স্পর্শ করোনি
তুমি জেনে গেছো, তীক্ষ্ণ রোদ
মেঘ না তাতালে, ঝমঝমিয়ে ঝরায় না।
অভিমান জুড়ে জুড়ে অপেক্ষার দীর্ঘ পথ
ফিরে আসছি বিনিদ্র আকুতি নিয়ে
কোনও চিহ্নই লুকাবো না, কথা দাও.......
সমস্ত আগুন নেভাতে দুজনেই হব জলপ্রপাত!
....................…......... ...........................
জাহাজ থেকে,চেন্নাই বন্দর,ভারত।
0 মন্তব্যসমূহ