সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

প্রেমের কবিতা- প্রলোভন

 


শাহিন চাষী 


এই হাত ধরো, 

তোমাকে শিখাবো ভালোবাসার উপপাদ্য, সম্পাদ্য ..

আর দেখবো রঙিন স্বপ্নের উপল সমুদ্র, আকাশ..


যখনই নিষাদ সন্ধ্যা 

চারিদিক শুধু গাঢ় অন্ধকার উরগ, সরীসৃপ, খেচর..

তারমাঝে তুমি দেখতে পাবে নিশ্চয় 

দুরন্ত জোনাকি, মাতাল তারা, জোছনাবতী চাঁদ.. 


মনে বিষাদ ? 

পুলকের ঢেউ জাগবে, 

কেবল নিঃসঙ্গতা? 

সহসাই প্রাণ রঙিন প্রজাপতি, 

ভাঙাচোরা সময় কুসুম কোমল, অপরূপ কারুময়; 

নদীর গানে ঝর্না নর্তকী, 

পৃথিবী সারাক্ষণ শৈল্পিক চলচ্চিত্রময়। 


যখনই বিবশ অনুভব, 

অগোচরে হৃদয় লাগামহীন স্যাঁতসেঁতে শ্যাওলাময়; 

একটি বিশুদ্ধ মন্ত্রের উদার ফুৎকারে 

মুহুর্তেই সরব চৌরাশিয়ার যাদুকরী সুরের বাঁশি। 


এই হাত ধরো, 

তোমাকে পড়াবো শুদ্ধ প্রেমের রাসায়নিক ব্যকরণ; 

তুমি জেনে যাবে বিলাসী কান্নায় মধুময় জীবন। 


হালসা, যশোর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ