সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ভালোবাসার কবিতা- তোমার প্রেমিক বলছি



রূপক চট্টোপাধ্যায় 

  
নরকে র অতলে পড়ে আছে 
হারানো সময়ের পাটাতন।
 হতাশার আঙুল ধরে এই  ধূসর
কুয়াশা পরিক্রমণ ক্রমশ সামুদ্রিক। 

তবু গাঙ্গ শালিকের ভীড়ে 
ছিঁড়ে ফেলে মেঘের অাষাঢ় থেকে
বৃষ্টি বুনে যাই কৃষক নেশায় প্রতিদিন, 
    জানো? 
সকালে র সাইকেল বালিকা র দুলে 
খুলে যাওয়া বসন্ত দুয়ার দিয়ে
এসো  ।
 এসো ওই নীরব গাছের কাছে যাই
জোনাকী ভাষায় বোঝাই
   আমিই ছিলাম তোমার প্রথম পুরুষ। 

এসো কাছে এসো, 
এই বুকে র মহানভে ডুবে মরো 
 উল্কা রেখায় পিথাগোরাস থেকে
 অতিভুজের আবেশ টুকু
 আমাকে আহত করো । 
কারণ আমি ই তোমার দ্বিতীয় পুরুষ। 

এসো ,মৃদঙ্গ ধ্বনি তে বাজো
কলিজা কুমুদের অভিলাষ। 
চুম্বনের ক্ষত এঁকে বলে যাও 
তোমার সর্বনাশের ফণায় ,  আমিই মুগ্ধ লখিন্দর।  
কারণ আমিই তোমার অন্তিম পুরুষ প্রণয়ের!


বাঁকুড়া ,পশ্চিমবঙ্গ,ভারত ।

প্রিয় পাঠক , কবিতাটি আপনার কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না । এছাড়াও আমাদের ওয়েবজিন থেকে পড়তে পারেন- প্রেমের কবিতা (Premer Kobita) ভালোবাসার কবিতা (Valobashar Kobita)রোমান্টিক কবিতা (Romantic Kobita)বৃষ্টির কবিতা (Brishtir Kobita)বসন্তের কবিতা (Boshonter Kobita) মানুষ কবিতা (Manush  Kobita) লিখতে পারেন আপনিও ইমেইল করুন- chailipimagazine@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ