মাহমুদুল হাসান মুন্না
শীতের রাতে লেপ-তোষকের উমে,
ঘুম কাতুরে থাকি তো বেশ ঘুমে,
বাইরে গেলে শাল-সোয়েটার গায়ে ,
পশমজুতো মোজা হাতে পায়ে।
শীতের সকাল গরম গরম পিঠায়
মুখরোচক ফিরনি পায়েস মিঠাই,
মনের খায়েশ হাওয়া বদল করি
কুটুম পাখির সুরেলা সুর ধরি।
পথের মানুষ পায় না উলের চাদর
পথশিশু পায় না কারো আদর,
তাদের সকাল কাগজকুটো জ্বেলে
রাতে কি আর রবির দেখা মেলে?
হাড়কাঁপা শীত চাপা দেবে কীসে?
হাত বাড়ালে আমরা মিলেমিশে,
শীতার্তদের শীতের কাপড় দিলে
তাদের ছেড়ে শীত পালাবে ঝিলে।
শীতের পিঠা করবো ভাগাভাগি
রাখবো তুলে পথশিশুর লাগি,
সবার মাঝে প্রেম ছড়াবো তবে
এবারের শীত প্রীতিময়ের হবে।
0 মন্তব্যসমূহ