সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা- ঋণ শোধ



অমিতা মজুমদার

মানুষের আসা যাওয়া দেখে,
ষ্টেশনে বসে থাকা নেড়ি কুকুরটা।
মনে তার হাজার প্রশ্ন !
এই মানুষেরা কেন এতো ছুটছে ?
গাড়ি যখন থামে ষ্টেশনে,
সবাই কেমন হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে।
এতক্ষণ গাড়িতে  শান্ত হয়ে ছিল যারা,
তারাই পলভর সময়ের জন্য দাঁড়াতে চায় না।
যেন পেছনে তাড়া করেছে পাগলা ষাঁড়,
তাই প্রাণ বাঁচাতে ছুটছে সবাই।
পেছনে যা’কিছু ফেলে এসেছে তা যেন কিছু নয়,
এই শহরই তার একান্ত আপন।
আবার গাড়ি যখন ছাড়ছে ষ্টেশন,
সবার কি তাড়া ওঠার জন্য।
যেন ছেড়ে যেতে পারলেই বাঁচে,
অথচ এই শহরেই তার নিত্য বসবাস !
আমরা কুকুরেরা তো এমনটা পারি না !
যেখানে আবাস গড়ি- 
সে জায়গা ছেড়ে যেতে পারি না,
যতো অসম্মান ,অবহেলাই জুটুক না কেন।
 পড়ে থাকি মাটি কামড়ে-
জোর করে উৎখাত না করলে,
 আমরা করে যাই আশ্রয়ের ঋণ শোধ আমৃত্যু।

 প্রিয় পাঠক , কবিতাটি আপনার কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না । এছাড়াও আমাদের ওয়েবজিন থেকে পড়তে পারেন- প্রেমের কবিতা (Premer Kobita) ভালোবাসার কবিতা (Valobashar Kobita)রোমান্টিক কবিতা (Romantic Kobita)বৃষ্টির কবিতা (Brishtir Kobita)বসন্তের কবিতা (Boshonter Kobita) মানুষ কবিতা (Manush  Kobita) ইমেইল করুন- chailipimagazine@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ