কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা
লেখা : আমিনা তাবাস্সুম
আমি বসে আছি সবুজ পাহাড়ের ঢালে। সামনে যতদূর চোখ যায় শুধু নীল আর নীল। উপরের নীল আকাশ আর নিচের নীল সমুদ্র যেন দিগন্তে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। কী সুন্দর মিষ্টি একটা বাতাস বইছে আর সেই বাতাসে আমার চুলগুলো চঞ্চল অবাধ্য শিশুর মতো ছুটোছুটি করে বেড়াচ্ছে। আর আমার গা ঘেঁষে বসে আছো তুমি। আলতো হাতে আমার এলোচুলগুলো ছুঁয়ে দেখছো। এমন ভাব যে আমার অবাধ্য চুলগুলোকে বাধ্য করার দায়িত্ব এখন তোমার। সেই ছুতোয় ছুঁয়ে দিচ্ছ আমার গাল, কপাল, ঠোঁট। আমি বুঝেও না বুঝার ভান করছি, উপভোগ করছি তোমার ছোঁয়া, তোমার ছলনা।
হঠাৎ জোরে টিট টিট টিট ধাতব শব্দ। আমি যেন চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম আমার চোখের সামনে সাইরেনের মতো শব্দ করে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। কোথায় পাহাড়, কোথায় আকাশ, কোথায় সমুদ্র আর কোথায় বা তুমি? এই যা! এটাতো আমার স্টেশন ছিল। এখন কী হবে?
0 মন্তব্যসমূহ