সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

অণুগল্প- অবরুদ্ধ দিনের শেষে /সাইয়েদা আখতার




লেখা : সাইয়েদা আখতার

 

 

মেঘ দেখে মনে হচ্ছে যে কোন মুহুর্তে বৃষ্টি নামবে। খোলা আকাশের নিচে রাজপথে আরও শত অচেনা মানুষের পাশে শুয়ে আকাশ দেখছে শেফালি। শেষ কবে রাতে ঘুমিয়েছে মনে করতে পারছে না। আজ সে ঘুমাবে।নিশ্চিন্তে।

 

সকালের পত্রিকায় খবরটা শেফালিই দেখেছিল প্রথম। বিশিষ্ট সমাজসেবক হেলাল সাহেব করোনায় আক্রান্ত হয়ে এখন আইস ইউতে। হেলাল সাহেব ওর কাছে শেষ এসেছিল দু`সপ্তাহ আগে। খালাকে পত্রিকা দেখানো মাত্রই সংক্রামণের ভয়ে এক কাপড়ে বের করে দিল শেফালিকে। যে মুক্তির প্রত্যাশা একরকম ছেড়েই দিয়েছিল, সেই মুক্তি মুহুর্ত এভাবে চলে আসবে ভাবেনি কখনো। 

 

চোখ ঘুমে জড়িয়ে যাচ্ছিল। তখনি একটি ছেলে ওকে ডেকে তুলে হাতে খাবারের প্যকেট দিল।ঘটনার আকস্মিকতায় বুঝতে একটু সময় লাগলো কি হচ্ছে! জনা দশেক ওরই বয়েসি ছেলে মেয়ে বড় এক ট্রাকে করে খাবার নিয়ে এসেছে। সবাইকে তারা খাবার বিতরন করছে। অনেকদিন পর কোন পুরুষকে ওর মানুষ বলে মনে হলো। খাবারটা শেষ না করেই দৌড়ে ট্রাকের কাছে চলে গেল শেফালি। "ভাইয়া, এত মানুষের রান্না করতে আপনাদের জোগালি লাগে না? আমারে নিয়া যান। রান্নাঘরের দাওয়ায় ঘুমামু, জায়গা দেয়া লাগব না।"

 

এক মুহুর্ত কি ভাবলো ছেলেটি। হাত ধরে টেনে তুললো ট্রাকে। আজকেও পেট ভরে খাওয়া হলোনা, ঘুমানো হলোনা রাতে। এমনই এক রাতে ভালবেসে ঘর ছেড়েছিল শেফালী। ওকে স্তম্ভিত করে সেদিন এভাবেই ট্রাকে তুলে দিয়েছিল অমানুষটা। আজ আবার এক ট্রাকে করেই ছুটে যাচ্ছে সে। অজানা গন্তব্যে। আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পানিতে চোখের পানি মিশে ধুয়ে দিচ্ছে সব ক্ষত। শরীর থেকে, মন থেকে।  

 

প্রিয় পাঠক ,লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে ,তাহলে শেয়ার করতে ভুলবেন না ।লেখা পাঠাতে পারেন আপনি । লিখতে পারেন-ভালোবাসার গল্প (Valobashar Golpo) ছোট গল্প (Choto-Golpo) ভালবাসার গল্প (Balobashar Golpo) হাসির গল্প।(Hashir Golpo) জীবনের গল্প (Jiboner Golpo) প্রেমের গল্প (Premer Golpo) সহ সাহিত্য বিষায়ক যেকোন লেখা । মেইল করুন- chailipimagazine@gmail.com

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ