লেখা : শারমিন চৌধুরী
জানালার পাশে বসে আছে নিলয়। সকালের মিষ্টি নরম রোদ পড়ছে ওর গায়ে।
ওম ওম রোদটা বেশ উপভোগ করছে সে।
পাখীর কল-কাকলী, বাইরে যানবাহন চলাচলের শব্দ জানান দিচ্ছে একটা নতুন দিনের সুচনা।
হঠাৎ রাস্তায় একটা বিকট শব্দ!
চমকে উঠলো নিলয়।
উফ্ !কানে হাত চাপা দিলো সে।
মনে পড়লো সেই বিভীষিকাময় সকালের কথা।
আজকের মতো এমনই এক সকালে সে বাবার সাথে স্কুলে যাচ্ছিলো রিক্সা করে।সেদিন ছিলো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,মনের মধ্যে চাপা উত্তেজনা, রেইসে সে সবসময় প্রথম হয়,আজকেও নিশ্চিত প্রথম-ই হবে।
এমনতরো হাজারো ভাবনা ভাবতে ভাবতেই হঠাৎই এক বিকট শব্দ সেই সাথে প্রচন্ড ধাক্কায় নিলয় ছিটকে পড়লো রাস্তায়।
একটা বাস ধাক্কা দিয়েছে ওদের রিক্সাকে।
মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় নিলয় আজ অন্ধ।
0 মন্তব্যসমূহ