১.
পাখি ডাকা ভোরে
আজ তোমায় নিমন্ত্রণ দিলাম
এসো মোর গৃহে,
হেমন্তের কোনো এক পাখি ডাকা ভোরে।
শরতের পুজোয় আসলে না তুমি বাড়ি
হেমন্তে তুমি এসো,
দিও না'কো আর ফাঁকি।
তুমি আসলে তোমায় নিয়ে
যাবো শরষে ক্ষেতে,
দেখবে,শরষের মাথায় শিশির বিন্দু।
বসে আছে সুপ্ত
সূর্যের কিরণ মেখে গায়ে;
দেখায় একথালি মুক্ত।
হালকা শীতে জড়সড় হয়ে
থাকবো তোমায় চেপে,
তোমার উষ্ণ ঠোঁটের আঁচর
তুমি দিও কপালে এঁকে।
পাহাড়ের গায়ে তাবু গেড়ে
থাকবো দুজনে বসে,
দুজন দুজনের চোখে তাকিয়ে
কাটিয়ে দিব ক্ষণ, অনেক ভালোবেসে।
তুমি এসো মোর গৃহে
হেমন্তের কোনো এক পাখি ডাকা ভোরে।
২.
প্রেম
কাহারে কয় ভালোবাসা
কি বা তাহার রুপ,
খুঁজিয়া চলি আমি
পাইতে তাহার সুখ।
মানুষের ভালোবাসা টাকাপয়সা
মাছের প্রেম জলে,
চাতকের প্রেম বর্ষণে
তাই সে চেয়ে থাকে আকাশ পানে।
নদীর যৌবন ভরা বর্ষায়
শরতের প্রেম কাশবনে,
পশুপাখির প্রেম বৃক্ষ সনে
ছুটে চলে ওরা বনজঙ্গলে।
কবির প্রেম কাব্য মাঝে
জীবের সাথে ঈশ্বরের প্রেম,
মিলে তারা অন্তরীক্ষে।
৩.
প্রেম এসেছিল
প্রেম এসেছিল হৃদয় কুঠিরে
আবার চলেও গেছে চুপটি করে
শুধু রেখে গেছে কিছু ব্যথা,
বেড়ে যায় বহুগুণ, যখন মনে পড়ে
তোর আবেশ যুক্ত স্মৃতিকথা।
মন পাড়াতে দেয় আলোড়ন
হতাশা করে আমায় আবরণ
অশ্রু ঝরে দু নয়নে
থাকি রাত জেগে হয় নাকো শয়ন।
একাকিত্ত জীবন হয়েছে সঙ্গী
চার দেওয়ালের মাঝে
নিজেকে করেছি বন্দী।
মনের সাথে করেছি সন্ধি
সুখ না পেয়ে দুঃখের ক্ষণ গণি।
0 মন্তব্যসমূহ