স্বার্থন্বেষ
আবির জয়
জগতের সব স্বার্থ ভুলে,
বলে না কেউ আপন করে-
"আকাশটা সুন্দর চেয়ে দেখ!
তারাগুলো সব আমার জন্য?
গুনে রেখ একদিন কিন্তু হিসেব চাইব!
:
আজকে খুব বাতাস বইছে;
চুলগুলো সব এলোমেলো আছে!
ছাদে বসে একা একা;
প্রিয় গানে লিরিক্সে তোমাকে খোঁজা!
:
বৃষ্টিতে ভিজে আসছ কেন?
টেক্সট দিয়েছি না কত শত!
অবেলায়ই-বা ভিজছ কেন?
জ্বর হবে যে একটু তো ভাব!
:
কবিতা লিখেছ আমায় নিয়ে?
গোলাপ না হয় নাই-বা দিলে!
টাকা থাকলে কাঁচের চুরি;
দুহাতে পড়িয়ে দিবে কিন্তু তুমি!
:
রাত এখন দুটো বাজে;
ইচ্ছে করছে তোমায় দেখতে!
সময় হলে,
বাসার সামনে একটিবার আসবে?
:
বাসায় এখনো ঝগড়া কর?
একটু তো বাসার কথা শুনো!
খেয়েছ কি ঠিক করে?
নাকি বাসায় এখনো ঝগড়া আছে?
:
কোথায় আছ খবর নাই!
রাগ কি সব আমার উপর হয়?
মানুষের প্রয়োজনে,
ভুলে গেছ কি আমাকে?
:
এখনো বাইরে বাজে কয়টা?
সিগারেটটা এখন বাদ দিতে পারো না!
রোজ কি লাগে চায়ের নেশা?
এর জন্যই তো চোখে ঘুম আসে না!
:
এখন কিন্তু পড়তে বসবা!
পরীক্ষা সামনে;
ফোনে গুতোগুতি মোটেও করবে না!
:
রাত আবার নির্ঘুম,
ঘুমাও তুমি একদম চুপ!
সকাল সকাল ঘুম থেকে উঠবা;
একলা নিউজফিডটা ভালো লাগে না!
:
কালকে একটু ঘুরতে যাবা?
একটা কিন্তু গোলাপ আনবা!
সময় হলে রিক্সায় ঘুরব,
নদীর পাড়ে বসে রংচা খাব!
:
ইনবক্সে তুমি প্রেমিকের নোবেল বিজয়ী!
সামনে এলে লজ্জাবতী?
মেয়োদের মত লজ্জা কর কেন?
হাতটা ধরায় সংকোচ এত!
চোখের দিকে তাকাও তো!
আছে কি কোথাও প্রাক্তনের চিহ্ন?
:
বিষাদ ভালোবাসায় দিয়েছি তোমার তরে মন!
বিশ্বাস করেছি বহু কষ্টে;
ফেলবে না কোনোদিন হয়ত চোখের জল!
রাখবে বুকে আগলে আর হাতটা ধরবে আঁকড়ে,
আশাতীত যে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে!
ছুঁয়ে দেখ সত্যিই আমি আছি তোমার হয়ে,
বিলুপ্ত ভালোবাসা পেয়েছি বোধ হয় ফিরে!"
:
এমন ভালোবাসা পেলে বোধ হয়;
সত্যি বলছি ছেড়ে যাব না তোমায়!
শুধু তুমি একটু গুছিয়ে নিও!;
ছেলেদের না হয় ইগনোর করো!
মন খারাপ হলে উত্তর খুঁজো;
দুঃখ বিলাসে না হয় হারিয়ে যেও!
0 মন্তব্যসমূহ