সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আবির জয়ের -"একগুচ্ছ কবিতা"



১.
হিমুর রূপা


তুমি সেই রূপা,
আর আমি হিমুর মতই একা।
প্রতিদিন কি চিঠির জন্য-
কর অপেক্ষা?
নীল শাড়ী পড়ে ছাদে আসো রোজ-
দেখতে শেষ বিকেলটা?
প্রতিক্ষণে থাকো কি কারো
অসময়ে অযথা?
আমি হিমুর মতনই,
বোহেমিয়ান গল্পের শ্রোতা!
একাকীত্ব জীবনকে এগিয়ে-
আমার পথ চলা।
মায়া-ভালোবাসা পরিত্যাগ করা-
শিখিয়েছেন আমার পিতা।
ইহাই নাকি মহাপুরুষের পরিচয়-
হয়ত মহাপুরুষ এমনই হয়!

২.
প্রশ্নকর্তা

কি হবে আর এই ক্লান্ত জীবনে?
খানিকটা আফসোস আর দ্বিধাগ্রস্থ লজ্জা এ মনে!
বিভ্রান্ত আমি-
তোমার জন্য জানি!
খানিকটা বুকে আশ্বাস-
বিভোর আমার বিশ্বাস!
হয়ত আসবে,
নাকি চলে যাবে!
অনিশ্চিত এ মন,
প্রতীক্ষায় তোমার সারাটাক্ষন!
কি জন্য সৃষ্টিকর্তা-
দিয়েছে এত লজ্জা আর দ্বিধা!
কি রকম এ ভালো লাগা-
যাতে নেই কোনো আশা!
নিজ প্রশ্নের সম্মুখীন হই মাঝে মাঝে-
কেন তোমার কথা পড়ে এত মনে?
ভালোবাসার মানে কি চর্ম আর ধর্ম?
মূল্যহীন কি সব-
যতই করি না ভালো কর্ম!
কুরুক্ষেত্র করে কি কখনো ভালোবাসা পাওয়া যায়?
সবকিছুর মাঝেও কেন হৃদয়-
তোমাকে এত চায়?
যখন চিরটাকাল,
পেরিয়ে যাবে বহু সাল!
রবে কি তোমার চিন্তা?
যখন তুমি ছিলে আমার অজ্ঞতা
তোমার জন্য সেইসব প্রতীক্ষা;
আজ আমার জন্যে সেসব এখন শিক্ষা!
প্রশ্ন জাগে-
আমার প্রতি তোমার বিরূপ আচরণ;
উদ্দেশ্য ছিল কি সৃষ্টিকর্তার কোন ভালো বিচরণ!
কতই না রাত জেগে আলাপ-
নিরর্থক বকেছি প্রলাপ!
তোমার নেশার মাঝে;
ডুবতাম আমি প্রাতে-সাঁঝে!
এখন আর নেই সেই দিনগুলো;
অপেক্ষায় তোমার-
কতই না মেখেছি রাস্তার ধুলো!
তোমার জন্য এখনও এমন ভুলো;
মনে হয় তোমার নামটা আমায় ছুলো!
বুকফাটা কান্না আসে প্রায়স;
পার হয়েছে তোমার স্মৃতি নিয়ে-
কতই না বছরগুলো!
দেখতে দেখতে সময়-
এভাবেই বুঝি পার হয়!

.
পরিনতি 

হঠাৎ তোমার কথা মনে ওঠা!
ভাবি যে কেন অযথা!
হয়ে গেছ কি বুড়ি?
পেকে গেছে সেই চুল-
ওগো কৃষ্ণকলি!
কোথায় গেল সেই তোমার রূপ?
যা নিয়ে গর্ব করতে খুব!
তোমার সেই দেহ ভরা যৌবন?
ছিনিয়ে নিল সময়ান্তর!
তোমার সেই শ্বেত চামড়ায়-
পড়েছে যে ভাঁজ;
তাই বুঝি কেউ দেখে না তাকিয়ে;
এ যেন ভালোবাসার অভাব!
তোমার দৃষ্টি আজ ক্ষীণ!
তাকায় না কেউ কেন ঐ চোখেতে;
ভালোবাসা কি আজ বিলীন?
তোমার হাসিতে নেই আজ কোনো জাদু!
কারণ তুমি আজ জীর্ণ-শীর্ণ বুড়ী বধু!
এখন তোমায় আর
কেউ দিবে না ভালোবাসার অধিকার!
তোমার বুড়ো স্বামী-
সেও একদিন তোমায় ছেড়ে;
অন্যজগতে দিবে পাড়ি!
তুমি তখন হয়ে যাবে সম্পূর্ণ একা!
মনে পড়বে তখন-
তোমার পুরোনো দিনের কথা!
কত ছেলেকে তুমি স্বপ্ন দেখিয়েছ-
কত ছেলের তুমি স্বপ্ন ভেঙেছ!
তারপর একদিন আসবে ঘনিয়ে-
তোমার মৃত্যুর প্রহর!
কলুষিত হৃদয়ে দ্বিধার আগমন!
তখন ভাববে আফসোস করে-
"কি করেছি হায়!
তাহাদের কাছে মাফ চাইতে মনে চায়!
নইলে সৃষ্টিকর্তা-
হয়ত করবেন আমায় ক্ষমা!"
ওগো নারী!
তুমিই সংসারী!
কাটবে তোমার মোহ বেড়াজালে;
অতীতের বোনা পরিহাসে!

৪.
এখন অনেক প্রিয় রাত

এখন প্রিয় অনেক রাত
মনের সাথে বেজায় চলছে সংঘাত!
ঐ যে তোমার কথা মনে পড়ে খুব
তুমি নামের এক হয়েছে অসুখ!
ভুলে তো তোমায় যেতে চাই
বারবার চেষ্টা করেও পারি নাই!
কেন পারিনি জানি না
সব বলার ইচ্ছে হয়ত হবে না
সব কথা কি বলতে হয়?
কিছু তো বুঝেও নিতে হয়!
প্রিয়,
বুঝতে কি পার না
হৃদয় ভাঙার ব্যাথা?
শুনতে পাও না কভু
না বলা সব কথা?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ