সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

দুটি কবিতা-আবির জয়





১.
প্রেমচ্ছেদ

খোলা ছাদ-
জোছনা ভরা মধ্য রাত!
তোমার ভেসে আসা স্মৃতির গন্ধে-
বিচলিত মস্তিষ্ক আমার!
কার্ণিশ ধরে-
পা ঝুলিয়ে দিয়ে;
শহরতলীর বুকে-
মেঘনয়ন স্মৃতির ফ্রেমে!
মনে বাঁধা তারই ছবি-
স্মৃতির শহরে আমি কবি!
আকাশ চেয়ে দেখি,
তারার ছোটাছুটি!
বিষন্ন পৃথিবী জুড়ে-
ভালোবাসা বুঝি তুমি ছিলে!
হবে না জেনে-
হয়তবা বলিনি "ভালোবাসি তোমাকে!"
বন্ধুত্বটা হারাবে বলে-
দ্বিধা ছিল নিজের মাঝে!
সেই তুমি আজ হারিয়ে গেলে-
রেখেছ  হাত অন্যের হাতে!
একলা রাতের সঙ্গী হতে-
বলেছিল তোমায় কে?
সন্ধিক্ষণের গল্প বকে-
আমায় যে ভুলিয়েছিলে!
নিদারুণ যন্ত্রণা ছিলে-
এই কলুষিত বুকে!
সেই তোমাকে অন্ধকারে-
হাতড়ে অবচেতন মনে;
গেয়ে যাই হৃদয় ভাঙা গান!
কখনো হইনি মুখোমুখি-
তবুও এত অভিমান!
এত কেন ঈর্ষা;
এত কেন মন খারাপ?
যাক্ তবে পুড়ে,
তোমার দুদিনের স্মৃতি!
স্মৃতির শহরে-
আমি অসহায় কবি!
শিউলি ফুলে খুঁজে কি ছিলে?
আকাশ দেখে কি মনে পড়েছিল আমাকে?
ছেঁড়া চকলেটের খোসা রেখেছ কি গুঁজে?
লাল চায়ের লিকারের স্বাদে-
ভেজাও ঠোঁট তোমার আমাকে ভেবে?
কখনো বোধহয় বিঁধে নি আমার স্মৃতি-
প্রেম হয়ে তোমার বুকে!
তাইতো কখনো বলিনি ভালোবাসি-
সুযোগ বুঝে!
ভালো থেকো হাসিখুশি মুখে,
ভালোবাসা থাকুক জেগে-
নিঃসঙ্গহীন তোমার সাথে!
তবুও তোমার স্মৃতিচারণে,
আমি লিখব কবিতা এই ভেবে-
তুমি হয়ে আমার মহাকালের জাগতিক পথে!


২.
ঘৃণা 

আমার প্রতি যে তোমার তীব্র ঘৃণা,
যার জন্য পেয়েছি আমি-
বঞ্চিত ভালোবাসা।
আমার প্রতি তোমার যে লাঞ্ছনা,
তা আর কিছু নয়-
বিনিময়ে প্রতিদান আমার ভালোবাসা!
হবে যখন তোমার ঘৃণার শেষ;
তখন থাকবেনা কিছু বিশেষ।
যদি পাই কখনো তোমার মাঝে আশ্রয়-
আমার এ ভালোবাসার বিনিময়।
চিৎকার করে শুধু বলতে চাই-
"তোমার ভালোবাসায় আমি হারিয়ে যাই।"
মৃত্যুমুখে যদি কেউ শেষ ইচ্ছা জানতে চায়,
উত্তরে বলব আমি-
"তাহার প্রেমের সাধ যেন আমার পরকালেও জন্মায়!"




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ