সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

কবিতা-অমাবস্যার রাত


অমাবস্যার রাত
-হুমায়রা বিনতে শাহরিয়ার

কোনো এক অমাবস্যার রাতে
তুমি আর আমি -
একলা এক ঘরে,
মোমবাতি জ্বলছে!
আমার সামনে বসে থাকা তুমিকে
আনমনে দেখেই চলছি।
যেন এক অপ্রাপ্তিকে পাওয়া গিয়েছে অনেক বছর পরে!
আমার ভেতরকার আবেগ গলে গিয়ে
কঙ্কালে পরিণত হয়ে গেছে!
আমি মুগ্ধ হয়ে চেয়ে তুমিময় হয়ে গিয়েছি।
এলোচুলে তোমার এক প্রতিচ্ছবি তৈরি করেছি,
 আমার হৃদয় ক্যানভাসে।
কালো রঙটাতে তোমায় বেশ লাগে।
তুমি আনমনে কফি হাতে বললে,
ভালোবাসি!
শুনতেই গায়ে শিরশিরিয়ে উঠল
উত্তাল ঢেউ,
অন্ধকারে একলা ঘরে
তুমি আর আমি,
সিগারেট হাতে আমি মুগ্ধ তোমায় দেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ