সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

আবির জয়ের দুটি কবিতা




১.
মন খারাপ

দেখ অর্থী-
এসেছে বৃষ্টির তিথি!
কান পেতে শোনো-
আকাশ জুড়ে বৃষ্টির গান;
অর্থী তুমি বদ্ধ ঘরে-
একাকী এখনো ম্লান?
আসো বারান্দায়-
বাড়িয়ে দাও দু'হাত তোমার;
বৃষ্টি তোমার স্পর্শের অপেক্ষায়!
অর্থী তুমি গোমরা মুখে-
থেকো না বিষন্ন আর এই অবেলায়!
অনুভূতি তুমি শুধিয়ে ফেলো
অন্যকারো চাওয়ায়!
ভালোবাসাটা বুঝে নিতে শেখো-
নিজের চাওয়া-পাওয়ায়!
বৃষ্টি ছুঁয়ে ভালো কর মন-
পুরোনো আবেগের দাও ছুটি!
অন্য কাউকে ভালোবাসতে পারবেনা,
ভুলে যাও একথাটি তুমি অর্থী!
মেঘদলে চেয়ে হারাও তোমার দুনয়ন;
বাতাস বইছে ইচ্ছে স্বাধীন!
মন খারাপে বহু কেটেছে প্রহর-
প্রমাণ কর তব হয়নি আবেগ বিলীন!
অর্থী তুমি পারবে-
হতাশা তোমার কাটবে!
বেলা অবেলায় তুমি-
আবারও অযথা হাসবে!
বুকের মধ্যে নতুনত্বের ছোঁয়া-
ভালোবাসার গান গাইবে!
বলছি তোমাকে অর্থী;
তুমি পারবে!
তুমি হেরেছ আবার হারবে;
তাই বলে কি হতাশা ঘিরে বাঁচবে?
মেঘের কোনো কন্ঠ নেই;
তা না হলে ওরাও বলত-
"আমার মত কাঁদতে শেখো;
বাঁচতে হয় তো এভাবেই!"
-অর্থীর মন খারাপ

২.
বৃষ্টির দিনে

ঘোর বর্ষার মৌসুম!আকাশ কালো মেঘে ছেয়ে গেছে!
মাঝে মাঝে মেঘ ডাকছে!আমি ভড়কে যাচ্ছি!পরক্ষণেই আবার আরেকটা মেঘ ডাকছে যেন ওরা ঝগড়া করছে!
হঠাৎ বৃষ্টি শুরু অঝোর ধারায়!
আমি বেলকনিতে গেলাম বৃষ্টি ছোঁয়ার ইচ্ছেতে!কিন্তু এই বৃষ্টি দেখে নিজেকে চার দেয়ালে আটকে রাখা বেশ কষ্টকর!
ফোঁটায় ফোঁটায় বিন্দু বিন্দু জল আকাশ থেকে লাফ দিয়ে পৃথিবীর বুকে পড়ছে!তারপর সবগুলো পানির ফোঁটা একত্রে মিশে একাকার হয়ে যাচ্ছে!
রাস্তা বৃষ্টিতে ভিজে পুরো পরিষ্কার!সারাদিন মানুষ নোংরা ধুলোয় যে রাস্তা বিমর্ষ করে রাখে এখন তা একদম পরিষ্কার!ইচ্ছে করে রাস্তায় শুয়ে থাকি!
হালকা দমকা বাতাস বইছে!শরীরটা শিউরে উঠল!
রাস্তার ওপাশের গাছগুলো একত্রে নড়ানড়ি করছে যেন এ সৃষ্টিকর্তার প্রতি ওদের আহ্বান ক্রিয়া যে-
"আমরা বিশ্বাস করি আপনিই মহিমান্বিত রব এবং আমাদেরকে রক্ষা করুন!"
বাতাসের তালে মেঘগুলো ক্রমশ দৌড়ে যাচ্ছে একে অন্যের সাথে পাল্লা দিচ্ছে!
আমি নস্টালজিকের মত চেয়ে দেখছি!
প্রকৃতির রূপের কাছে মানুষের রূপ তুচ্ছ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ