সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

একটি বিরহের কষ্টের কবিতা


 
 

 
আশিক মাহমুদ রিয়াদ 

তোমাদের এসব মেকি কান্না দেখতে ভালো লাগে না, 
তোমাদের এমন ন্যাকা কান্না শুনতে ভালো লাগে না। 
তোমাদের এমন সুদিনে আমার মুখে দু বেলা অন্ন জোটে না। 
তোমাদের ভোজনবিলাসী এই ভর দুপুরে আমার মুখে এক দলা ভাত রোচে না! 

তোমাদের অহেতুক মিথ্যাচার, বিশ্বাসের চরণকলঙ্ক! 
তোমাদের তরে বিচার চাইতে চাইতে আমার মুখ হয়েছে বিকলঙ্ক!

তোমাদের যত হাসি,
আমার তত হাহাকার! 
তোমাদের অশ্লীলতা,
আমার  গতর বেঁচা টাকা! 

তোমাদের যা কিছু আছে ভোগবিলাস 
থাকো তাই নিয়ে ভালো-
আমার অন্তর হোক কালো,
মুখে রুচুক দুমুঠো অন্ন! 

মাথার সব ঘুন পোকার দল,
মাথার সব ক্ষুণ পোকার দল
মাথার সব খুন চাপার দল! 
তোমরা তোমাদের বিকলাঙ্গের স্বাক্ষর রেখে 
বজ্রপাতে ধ্বংস হয়ে যাও এই অলুক্ষণে ক্ষণে! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ