সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

মেহজাবিন-মালাইকা Lifestyle | লাইফস্টাইল, বয়স উইকি


শোবিজ দুনিয়ার ঝলমলে পর্দার পেছনে অনেক তারকার ব্যক্তিগত সম্পর্ক আমাদের অজানাই থেকে যায়। কিন্তু কখনও কখনও ক্যামেরার আড়ালে লুকিয়ে থাকা রক্তের টান সামনে আসে, আজ আমরা এমন কিছু জনপ্রিয় জুটি নিয়ে আলোচনা করবো, যারা শুধু বন্ধু বা সহকর্মী নন, আসলে আপন বোন। বাংলা শোবিজে কারা রয়েছেন এমন মুখ?

 


 

 

১. মালাইকা ও মেহজাবিন

বাংলাদেশের ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় যাঁর নাম প্রথম সারিতে, তিনি মেহজাবিন চৌধুরী। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা, পরিশ্রম ও আত্মনিবেদনের মাধ্যমে মেহজাবিন শুধুমাত্র একজন অভিনেত্রী নন, হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের আইকন। তারই ছোটবোন মালাইকা চৌধুরী, সম্প্রতি শোবিজে অভিষেক হয়েছে মালাইকার। বড় বোনের থেকে অনুপ্রেরণা নিয়েই মালাইকা পা দিয়েছিলেন অভিনয়ের জগতে। 


২. পূজা ও অপু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূজা চেরি ও অপু বিশ্বাস একসাথে সিনেপর্দায় দেখা না গেলেও, তাদের মধ্যে রয়েছে ব্যাপক মিল। ঢালিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিকে নিজের ছোট বোন বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সম্পর্কে আপন বোন নন! 


৩. সাবিলা ও নাবিলা

নাট্যজগতের প্রাণবন্ত দুই অভিনেত্রী সাবিলা নূর ও নাবিলা বাস্তবে তারা সহোদরা। সাবিলা মূলত রোমান্টিক-কমেডি ঘরানার কাজের জন্য জনপ্রিয়, আর নাবিলা পরিচিত ভিন্নধর্মী নাটকে তার সাবলীল অভিনয়ের জন্য। দুজনের ক্যারিয়ার আলাদা পথে চললেও ব্যক্তিগত জীবনে রয়েছে গভীর বন্ধন। সাবিলা ইন্ড্রাস্ট্রি'তে নিয়মিত হলেও নাবিলাকে খুব একটা বেশি দেখা যায় না। 


৪. শ্বেতা ও পরিমণি

বাংলাদেশের সিনেপাড়ায় বেশ আলোচিত নাম পরিমণি, সিনেমার বাইরেও বিভিন্ন কর্মকান্ড দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তবে তার চেহারার সাথে বেশ খানিকটা মিল পাওয়া যায় ওপার বাংলার অভিনেত্রী শ্বেতা ভট্টচার্যের। দুজনকে পাশাপাশি ছবি'তে রাখলে মনে হবে এরা দু'জন আপন বোন। তবে তাদের মধ্যে কোন সম্পর্ক নেই। 


৫. তটিনী ও নিহা

বাংলাদেশের ছোট পর্দায় যে সকল তরুণ তুর্কী আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে তটিনী এবং নিহা উল্লেখযোগ্য। এই দুই রূপসীর হাসি এতটাই সুন্দর, যেন মনে হয় নিখাদ জ্যোৎস্না হাসছে হৃদয়ের গহীনে। বাংলাদেশের উদীয়মান অভিনেত্রী নিহা, আলো ছড়িয়েছেন বেশ কিছু কাজে। তটিনীও কিন্তু কম নন, রূপের সাথে মিষ্টি হাসি এবং মিষ্টি ভাষী এই দুই তরুণ তুর্কী আলো ছড়াচ্ছেন রূপালি পর্দায়। অনেকেই তটিনী ও নিহা'কে দুই জমজ বোন ভেবে ভুল করে ফেলেন। কেউ কেউ গুলিয়ে ফেলেন এই দুই অভিনেত্রীকে। তবে এ সম্পর্কে তটিনী সম্প্রতি জানিয়েছেন, হয়ত ভক্তদের চোখে তারা এক সেকারণেই গুলিয়ে ফেলে। নিহা ও তটিনী'র হাস্যজ্বল মুখশ্রী বাংলাদেশের অনেক তরুণের হৃদয় হরণ করে। 


৬. টাপুর ও টুপুর

এই নামদুটি শুনলেই মনে পড়ে যায় ছেলেবেলার সেই গল্প কিংবা টেলিভিশনের যুগল চরিত্র। রোদেলা টাপুর ও টুপুর; তারা দুই জমজ বোন। শোবিজে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছেন বহু নাটক ও বিজ্ঞাপনে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ