সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

পাকিস্তানী রূপসী দূরে ফিশান সালিম; কেড়ে নিয়েছেন বাংলাদেশীদের মন।

দুরে ফিশান সালিম! পাকিস্তানি ড্রামা সিরিয়ালের সুবাদে যিনি সুপরিচিত। তার অভিনয় এবং সৌন্দর্যের কারণে তিনি পাকিস্তানি মিডিয়া ইন্ডাস্ট্রিতে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে বাংলাদেশী পাক-ড্রামা সিরিয়াল লাভারদের কাছে দুর-ই-ফিশান সালীম যেন বিধাঁতার আঁকা এক ফুল, যাকে স্রষ্টা ফুল বানাতে গিয়ে বানিয়েছেন মানুষ। আর সেই মানব মুখে ঢেলে দিয়েছেন, পৃথিবীর সব স্নিগ্ধ শুভ্রতা। যা শুধু ফুলেরই থাকে।

 

দুর-ই-ফিশানের জন্ম ১৪ জানুয়ারি ১৯৯৬ সালে পাকিস্তানের লাহোরে। তার বাবা সালিম রাজা একজন বিশিষ্ট আইনজীবী। দুর-ই-ফিশান ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে আগ্রহী ছিলেন। তিনি লাহোর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (ল’ ডিগ্রি) সম্পন্ন করেন। আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরুর পরিকল্পনা থাকলেও দুর-ই-ফিশান তার অভিনয়ের প্রতি আগ্রহের কারণেই মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন। ২০১৯ সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। তার প্রথম নাটক  "দিলরুবা", যেখানে তিনি "এরিজ" চরিত্রে অভিনয় করেন। এই নাটকে তার পারফরম্যান্স দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।


দূর ই ফিশান সালিমের ফ্যান গোটা উপমহাদেশ তো বটেই; বাংলাদেশেও রয়েছে অসংখ্য ভক্ত। বিশেষ করে সোস্যাল মিডিয়া' দূর ই ফিশানের রিল ও ছবি শেয়ার করে অনেকেই তার প্রতি ভালো লাগা প্রকাশ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ