সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

ভালোবাসার কবিতা- প্রতিক্ষা



 শুভ্র শোভন রায় অর্ক


এ দীর্ঘতম রাত কি শুধুই আমার জন্য, নাকি 
আজন্ম হয়ে আসা পৃথিবীর কোন ইন্দ্রজাল -
যার ঘেরটোপে মুষ্টিবদ্ধ আমার ইচ্ছের পালক।
আমি কি বিষন্ন বৃক্ষের মত মুষড়ে যাবো? 
আমি কি মৃত নদীর প্রান্তর হবো? 
আমি কি থমকে দাঁড়াবো সুউচ্চ প্রাচীরের পদতলে? 
তা কি হয়?
তা কি সমুচিত? 
নাকি আরো একটি বার বজ্রের মত ধ্বনিত হবো
তোমার হৃদয়ের দেয়ালে -
যেখানে স্বর্গ হাতছানি দেয় সুখের,  আহ্লাদের , আবেগের। 
সেই নির্মোহ সুখের লোভে দুষ্ট আমি 
কি করে পিছু হটি? 
আমি তো চাই আমার ডাকে মোমের মত গলে পড়ুক
তোমার হৃদয় সোপান, 
ঝড়ে পড়ুক কৃষ্ণচূড়ার মালা হয়ে আমার  অনন্তে ।

প্রিয় পাঠক, এই কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ হয়ে থাকে যেমন- ভালোবাসার কবিতা (Valobashar Kobita) প্রেমের কবিতা(Premer Kobita) জন্মদিনের কবিতা (Jonmo Diner Kobita) বৃষ্টির কবিতা(Brishtir Kobita) ভালবাসার কবিতা (Valobashar Kobita) বসন্তের কবিতা (Bosonter Kobita) ফালগুনের কবিতা (Falguner Kobita) 

লিখতে পারেন আপনিও। লেখা পাঠাতে ইমেইল করুন- chailipimagazine@gmail.com .


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ