হুমায়রা বিনতে শাহরিয়ার
আমাদের প্রেম
প্রেম তো সবাই-ই করে,
প্রতিদিন; হাজারটা!
আমরা না হয় একসাথে বেচেঁ থাকার,
বুড়ো-বুড়ি হওয়ার প্রতিজ্ঞা করেছিলাম!
গড়েছিলাম নিজেদের এক প্রেমময় দুনিয়া।
যেখানে শুধু তুমি আর আমি!
বলেছিলাম -
সঙ্গ দিতে বিড়াল পুষবো, বাড়ির সামনে ফুলের বাগান করবো।
রোজ দু’জন একসাথে পানি দিবো
তুমি মানা করোনি কখনোই।
আমার আবদারগুলোকে সম্মান দিয়েছো।
ধন্যবাদ তোমায় প্রিয়-
আমায় ভালোবাসার জন্য
আমায় আগলে রাখার জন্য!
আমি ধন্য যে তোমায় আমি পেয়েছি প্রিয়!
সেদিন সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল -
আমাদের পছন্দের গানগুলো চলছিলো তখন
ছাদের কোণার দিকে
কার্নিশের নিচে বসে ভাবছিলাম কিছু আমি,
আর তুমি চা হাতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলে।
কাচের দরজার ওপারে পোষা বিড়ালটা দাড়িয়েঁ
উপলব্ধি করায় ব্যস্ত আমাদের।
রিনিঝিনিয়ে বৃষ্টি পড়ছে।
ঠান্ডা হাওয়া বইছিলো,
ঝড়ো হাওয়ায় আমার চুলগুলো বড্ড উড়ছে-
তুমি বললে - চা এনেছি।
টিমটিমে আলো জ্বলছিলো ঘরের মধ্যে।
বাচ্চা ছানাটা টেবিলের উপর থেকে ল্যাম্পটা ফেলে দিলো-
একটা ছোট্ট গর্জন শুনে কিছুটা নড়েচড়ে বসলাম,
কাছে এসে পাশে আছি বলে আশ্বাস দিলে -
আমি ঘুড়ে তাকালাম তোমার দিকে আহ্লাদের দৃষ্টিতে,
তখন তুমি বললে-
ভালোবাসি!
একটা মুচকি হাসি হেসে দিয়ে কিছুটা লজ্জা পেলাম,
তোমায় জড়িয়ে ধরে কানে কানে ফিসফিসিয়ে বললাম -
বড্ড বেশি ভালোবাসি কিন্তু আমি তোমায়!
পড়ন্ত বিকেল
বিকেল পেড়িয়ে খানিক্ষণ বাদে -
খুব মন খারাপ কাজ করছিলো অবচেতন মনে।
প্রিয় মানুষটির সাথে কিছুটা কথা কাটাকুটির খেলা হয়েছিলো ভরদুপুরে!
কোনোকিছুই ভালো লাগছিলো না আর,
বেড়িয়ে গেলাম গাড়ি নিয়ে।
শহর থেকে অনেকটা দূরে গেলাম চলে।
খানিকের একা মুহূর্ত কাটাতে,
যেখান থেকে পুরো শহরটাকে দেখায় কোনো এক সুন্দর ছবিচিত্র।
পড়ন্ত বিকেল,
নিয়নবাতি জ্বলছে দূরে কোথাও।
সন্ধ্যা নামার আগ মুহূর্তে
জোনাকির আলোয় ভরে গিয়েছে চারিদিক -
ঝিঁঝি পোকারা গান গাইছে নিজস্ব ভঙ্গিতে
আকাশের সৌন্দর্য ছিলো তখন অকল্পনীয়, ছবির মতন!
দূরে বসে আমি এসব পর্যালোচনায় ব্যস্ত।
হাওয়া এলো খানিকটা -
চুলগুলো এলোমেলো হলো একটু।
বসন্তের রঙিন মেঘের ভেলা
খেলছে নিজের মতন, আনন্দের নৃত্য।
তাকিয়ে দেখছি আমিও!
অপেক্ষার অবসান
অন্ধকার কেটে আবারো সময় আসবে -
ফুলগুলো ফুটবে নতুন করে
শহরেও প্রেম বাঁচবে,
স্মৃতি তো তাড়া করবেই?
তোমার হাতেও আর সময় থাকবে না ফিরে দেখার;
সিগারেট জ্বলবে না আর -
ধোঁয়া হয়ে উড়ে যাবে সব দুঃখ!
সাগরের ঢেউয়ে ফিড়বে কোনো এক প্রেমিকার হারিয়ে যাওয়া কানের দুল!
মন খারাপের রাতে আর বিষন্ন সুন্দর শুনতে ভালো লাগবে না।
না!
নিজেকে হারিয়ে, নতুন আমিকে বরন করতে নেই।
বরং পুরোনো আমিকেই আরো সুন্দর করে গুছিয়ে তুলতে ব্যস্ত হয়ে যাবে!
শুকনো পাতার মতন ঝড়ে গিয়ে আবারো নতুন উদ্যমে বাঁচতে শিখে যাবে!
দুঃখগুলো আর ছুঁবে না তোমায়
মুখিয়ে বসবে না আর কারো জন্যে।
অপেক্ষার শেষ প্রহরে -
নতুনকে খুঁজবে, নতুন করে বাঁচবে!
প্রেম তো প্রেমই!
শুনেছি আবারো প্রেমে পড়েছো -
নতুন করে সেই আগের মানুষটির উপর?
আসলেই কি তাই!
কেমন অনুভূতি?
নতুন করেই কি আবারো তাকে অনুভব করতে শুরু করেছো?
না!
ঠিক কেমন অনুভব হয়?
সবকিছু কি আগের মতনই নাকি বদলেছে কিছু?
শিরশিরে বাতাস বয় কি?
খোলা আকাশের নিচে তারা দেখে তাকে মনে পড়ে কি?
নাকি খোলা চোখে তার কথা ভেবে একদম মাতাল অবস্থা -
ফাগুনের হাওয়ায় নাকি প্রেমের হাওয়া বয়?
ভালোবাসার রঙে মাখামাখি অবস্থা -
শীত পেড়িয়ে এক নতুন শুরু -
পাতাহীন গাছে ধরে নতুন ফুল,
আর রোদেলা বিকেলে গাছের নিচের ছায়ায় তার কাধেঁ মাথা রেখে অর্নব শোনা।
মাঝে মধ্যে মিষ্টি হওয়া বইবে খানিক,
কি? এখনো ভাবছো কিছু কি!
রোজই তো আমি তার প্রেমে নতুন করে পড়ি -
তবে এবার খানিকটা বাদে বলছি বলে অদ্ভুত শোনাচ্ছে ঠিক?
আরে - প্রেম তো প্রেমই! তাই না?
আজ কালে কেনো গোনায় ধরাবাঁধা!
নতুন হোক কিংবা পুরোনো -
প্রেম তো প্রেমই!
আনমনা দেহ
একাকীত্ব বশ করে ফেলেছে-
ভালো - মন্দ কোনো অনুভূতির প্রকাশ হচ্ছে না!
তোমার জন্য মুখিয়ে আছি -
হতাশ মুখশ্রী নিয়ে।
ঠোঁটের কোণে জমা কথার ফুলঝুড়ি
চেপে রাখা কষ্টের কথন -
সবই তোমার অপেক্ষায় অপেক্ষিত!
মাঝরাতে হুটহাট চোখের কোল গড়িয়ে জল পড়ে,
আর ভরদুপুরে টেবিলের উপর ঘুমিয়ে লুটিয়ে পড়ি।
ঘুমিয়েও তো রেহাই নেই -
তুমি তো সেখানেও একটা বিশাল স্থান জুড়ে বসে আছো!
হাসিটাও তো বিলীন প্রায়!
না, কোনোকিছুতেই হাসি পায় না?
তোমায় দেখেই হয়তো হাসি ফিড়বে বোধ হচ্ছে?
হাজারো ধরনের চিন্তার খাঁচায় বন্দী -
মরে যাব, মরে যাব ;
এটাই যেন এক প্রকার বানী!
ডিপ্রেশনের বেড়াজালে আবদ্ধ হয়ে দিশেহারা অবস্থা।
সময় কেটে যায় সময়ের তরে,
সবই হচ্ছে, কিন্তু অনুভব হচ্ছে না!
ভালোবাসলে কি কষ্ট পেতেই হয়?
হয়তো!
চরম ঘোরে টলে আছি,
এলো কেশে, বিবর্ণ চেহারা; মলিন উষ্ক-শুষ্ক এক্টা অবস্থা?
আনমনা দেহে -
নিজ স্বত্বাকে হারিয়ে?
……………..
প্রিয় পাঠক, এই কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ হয়ে থাকে যেমন ভালোবাসার কবিতা (Valobashar Kobita) প্রেমের কবিতা(Premer Kobita) জন্মদিনের কবিতা (Jonmo Diner Kobita) বৃষ্টির কবিতা(Brishtir Kobita) ভালবাসার কবিতা (Valobashar Kobita) বসন্তের কবিতা (Bosonter Kobita) ফালগুনের কবিতা (Falguner Kobita)
লিখতে পারেন আপনিও। লেখা পাঠাতে ইমেইল করুন- chailipimagazine@gmail.com
0 মন্তব্যসমূহ