সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

বাহাউদ্দিন সেখ এর চারটি কবিতা


প্রেরণা

 
আমি ভাবিয়াছিলাম তুমি আসিবে সাত          
সাগরের নয়নে অশ্রুজল ছল ছলে
মেঘ বৃষ্টির অভাব বিশৃঙ্খলা রয়- ওগো                            
 নাহি চোখ মেলে।
অন্তর হৃদয় পিঞ্জিরা খুলিয়া প্রেম-প্রীতির                     
তোমারে করিলাম বিলাস মুক্ত
জীবন বিরহের পথে অগোছাল অবিরাম                            
  অজস্র অচল অনুক্ত।
তবে নাহি দিও প্রিয়তমা অমর শ্বাশ্বত      
   প্রেম- প্রীতির প্রেরণা
নাহি তুলো বিশ্বাসের অনাস্থা নিষ্কৃতি
রেহাই এর প্রতারণা।
নিরহংকার সদালাপী সরল মনে নাহি       
রেখো চন্দ্র শঙ্খ পানা
অভিলাষ আকাঙ্ক্ষা অনুরাগ অভিভূত                                
বিহ্বল মোর মনোবেদনা।
বৈশাখের কৃষ্ণচূড়ার ফুল হাতে হাতে রয়                                      
বৈষম্য অস্তিনাস্তি
হৃৎপিন্ডের অন্তরায় বহে প্রেরণা প্রেম- 
প্রীতির শালীনতাবর্জিত অস্বস্তি।



প্রতারণা
               

মন ভোলানোর হাবভাব প্রসঙ্গ তীব্র        
 শিহরনের অনুভূতি
জাগিয়া তুলিতেছ ছত্র বিতরণস্থান 
ভালোবাসার ছন্দ রচনীরীতি।
চক্ষু নয়ন ভাসিতেছ অশ্রুপূর্ণ সজল ঢেউ         
আছড়ে পড়ার ছল ছল
বক্ষের শিকল ভাঙ্গিতে বৃষ্টির ঝাপটা    
চালুনি বিশৃঙ্খল।
ভালোবাসি ভালোবাসি বলিয়া নাহি 
 তোলো গ্রন্থি গিরা অঙ্গের সন্ধিস্থান
প্রেম-প্রীতির নাহি রহে গৌরবর্ণা নারী    
 উজ্জ্বল বর্ণবিশিষ্ট মহিমা সম্মান।
স্বপ্নের আকাঙ্ক্ষা রয় নাহি দাও অঙ্গে 
জহর বিষ প্রস্তরখন্ড ঝর্না 
মনোহর জীবনে নাহি করো প্রেম-প্রীতির    
উৎসন্ন ছারখার প্রতারণা।
প্রেম-প্রীতির সকল যদি চাহে পূর্ণ সোনার                                                
 পাথর বাটি
দমদম প্রহারশব্দ তোপের ধবনি বহে কষ্ট                                
যাতনা যশ খ্যাতি।



অভিমান
                   

কারে নিয়ে এত বন্ধু করো তুমি অভিমান
সৃষ্টির দেওয়া হাত হস্ত বাহু এক মন প্রাণ।
জানি মোরা অভিমানের কঠিন হৃদয়
সকলের আত্মায় তো যোগ্য সে নয়।
নাহি করো বন্ধু অভিমান হিংসা অসূয়া  
 বৈরীভাব
বুঝবে সেদিন- ঘুচবে সেদিন তোমার       
অহংকারের স্বভাব।
সৎ মানবের আত্মায় রহে ঈশ্বর সৃষ্টির 
 বিধাতা
অপ্রীতি হিংসা অহংকার অভিমান                                       
মানবের ক্ষণিক দুর্বলতা।
সৃষ্টির দেওয়া সকল মানব মোরা 
 পুরুষ-নারী
অহংকার অভিমানে পড়ে তত মরিচা                                        
   অপবাদ কেলেঙ্কারী।
অভিমান নাহি রহে জীবনে প্রেম-প্রীতি                                                
 প্রবৃত্তি যতর
তবু অভিমান অগণিত দুরান্ত অশান্ত বর্বর।




 সেকালের কথা
                 

"ভুলিতে নাহি পারি কন্ঠে গানের নব্য 
নবীন সেকাল
রহে নাহি অঙ্গীকার প্রতিশ্রুতির অদম্য                                                
  কুদিন- অদিন।
হৃদয় অঙ্গে একরাশ অগ্নির নেত্রবারি
ভাসিতেছে আঁখি-জল
জীবন আজ তাচ্ছিল্য ঘৃণ্য তুচ্ছ,
কেহ নয় বর্বর অচিন।
বক্ষে ব্যথা রয় ভালোবাসা অন্ধি সন্ধি 
    আঙিনায়
অস্থির কৌতুহলি শিখা পরিতাপ
 আহ্লাদ হর্ষ।
 করিয়া ছিলে সব কথা নাটক গল্পের                                                    
 অভিনয়
বহিয়া ছিল হিমদ্রোনী মেঘালয় প্রেম-    
 প্রীতির ছন্দের বর্ষ।

প্রিয় পাঠক, এই কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কবিতা প্রকাশ হয়ে থাকে যেমন ভালোবাসার কবিতা (Valobashar Kobita) প্রেমের কবিতা(Premer Kobita) জন্মদিনের কবিতা (Jonmo Diner Kobita) বৃষ্টির কবিতা(Brishtir Kobita) ভালবাসার কবিতা (Valobashar Kobita) বসন্তের কবিতা (Bosonter Kobita) ফালগুনের কবিতা (Falguner Kobita) ।

লিখতে পারেন আপনিও। লেখা পাঠাতে ইমেইল করুন- chailipimagazine@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ