সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

অলিক স্বপ্ন

 



অনিক ইসলাম


আমি ভাবছি ভালোবাসার আকাশ,

তার মাধুরী মেশানো সাতরঙে,

ভালোবাসার ভেলায় রঙধনু হয়ে,

তুমি আর আমি ভাসছি,

ভালোবাসার সবকটি রঙে


মনের মাধুরী উঁকি মারে,

ভালোবাসতে চায় প্রিয়তমাকে,

আকাশে অনেক কালো মেঘ ।

বৃষ্টি হয়ে ভাসছে সবকিছু,

প্রিয়তমা কি ফিরবেনা ?

ভালোবাসার উষ্ণ আলিঙ্গণে !

ভালোবাসা মেশানো সাতরঙে


ঢাকা,বাংলাদেশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ