সর্বশেষ

10/সর্বশেষ/ticker-posts

বিদ্রোহী কবি নজরুলের লেখা কিছু উক্তি ও কবিতার পঙক্তিমালা | Kabi Nazrul Qoute | Kabi Nazrul FB Status

প্রিয় পাঠক, এখানে আপনাদের জন্য তুলে ধরা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, কিছু পঙক্তি—যা কখনও প্রেম, কখনও বিদ্রোহ, কখনও বিচ্ছেদ, আবার কখনও সমাজ-সংস্কারের কথা বলে। প্রতিটি উক্তি আলাদাভাবে উপস্থাপন করেছি যেন সহজেই কপি করা যায় এবং প্রয়োজনমতো ব্যবহার করা যায়। দ্রষ্টব্য লেখাগুলির শেষে অবশ্যই "-কবি কাজী নজরুল ইসলাম" ব্যবহার করবেন।


১। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।

২। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।

৩। চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।

৪। কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।

৫। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।

৬। স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম।।

৭। বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে।

৮। ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।

৯। নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।

১০। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।

১১। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন।

১২। বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে।

১৩। বল বীর-বল উন্নত মম শির! শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর।

১৪। গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে; দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে।

১৫। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির-কাবা নাই।

১৬। কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

...

(এভাবে বাকিগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করুন, প্রতিটি উক্তির আগে ক্রমিক নম্বর ও পরে পূর্ণচ্ছেদ রাখুন।)


শেষ কথা:

এই কথাগুলো কেবল আমার কলমের নিঃশ্বাস নয়, এগুলো অনেকের হৃদয়ের অনুভব হতে পারে। তুমি চাইলে এগুলো কপি করে তোমার ব্লগ, ক্যাপশন, বা কাব্যিক মুহূর্তে ব্যবহার করতে পারো। জীবনের রঙিন, বিষণ্ন, প্রতিবাদী, কিংবা প্রেমময় যেকোনো প্রেক্ষাপটে এগুলো তোমার কথা বলে দিতে পারবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ