বিভীষণ মিত্র
বৃদ্ধ মাথা তার ছেলেরে বলে
১৯৭১ সালে,
গভীরতর কালো রাতে
ঘটেছিল এক ঘটনা।
বাংলার মানুষ পেয়েছিল
দুঃখ ব্যথা- যাতনা,
-ছেলে অবাক হয়ে বলে
কি হয়েছিল সেই রাতে?
কেন রাতটি কালো বলে
আলো জ্বালায় রাজপথে।
-মাগতবে শুন বৎস পুত্র আমার,
সুপ্তি মগ্ন নির্জন শহরে
টহলদারের চলাচল।
রাতের আঁধারে হায়নার দল
ঝাপিয়ে পড়ে বাঙালির বুকে,
গোলাগুলির শব্দ চারিদিকে।
বিশ্রী শব্দে কাক ডাকে,
বুক কাঁপে তারি স্বরে।
তবুও মানুষের মুখে-মুখে
বাংলা ও বাঙালি।
পরিণামে রাতের আঁধারে
রক্তাক্ত করেছে রাজপথ গুলি।
আগুনে কত নগরী গেল পুড়ে,
অবিরাম চিৎকারের সুরে
চারিদিকে অগ্নিশিখার লেলিহান,
বেজেছিল রাইফেল মেশিনগান।
কাউকে দিল না বাঁচতে
অত্যাচারীর নির্মম আঘাতে।
আবাল বৃদ্ধ বণিতা
পুরোহিত খাদেম ইমাম,
বন্দী করল মুজিব রহমান।
বাঙালিরে করল শুধু অপমান।
রাস্তায়-রাস্তায় লাশে ভরা,
রাত্রি নিশিতে গণকবর দিল
শত বাঙালি তারা।
রক্তাক্ত মায়ের বুকে
অবুঝ শিশুটি গেল মারা।
-মাগো,ভয় করো না তুমি
ধিক্কার জানাই আমি।
জীবনের দামে রাখব
তোমার মাটির সন্মান,
আমরা তোমার সংগ্রামী সন্তান।
আর হবে না কালো রাত
দূর করব ভয় সংঘাত,
এ আমার অঙ্গীকার
বিশ্ব জয়ে নামব এবার।
0 মন্তব্যসমূহ